ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ভারতীয় দল মোট কত টাকা পাবে? টাকার অঙ্ক চমকে দেবে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How much prize money will Team India get if they win the ICC Champions Trophy 2025: ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। ম্পিয়ন্স ট্রফি জিতলে ভারতীয় দল মোট কত টাকা পাবে?
advertisement
1/5

দেখতে দেখতে শেষ ল্যাপে চলে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। এবার শুধু একটি ম্যাচ। জিততে পারলেই আরও একটি আইসিসি ট্রফি ভারতের ক্যাবিনেটে।
advertisement
2/5
প্রতিটি আইসিসি ইভেন্টের সময়তেই ফ্যানেদের কৌতুহল থাকে চ্যাম্পিয়ন টিম কত টাকা পাবে তা নিয়ে। এবার ভারত যদি চ্যাম্পিয়ন তাহলে যে পরিমাণ টাকা পাবে তা জানলে অবাক হয়ে যাবেন।
advertisement
3/5
এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পুরস্কার ৬০ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা।
advertisement
4/5
রানার্স দল পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকা প্রায় ৯ কোটি ২৭ লক্ষ টাকা। অংশগ্রহণকারী সবকটি দলকে আর্থিক পুরস্কার দিচ্ছে আইসিসি। শুধু মাত্র অংশ নেওয়ার জন্য প্রত্যেককে দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার করে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।
advertisement
5/5
সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে প্রায় ৪ কোটি ৮৬ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দেশ পাবে প্রায় ৩ কোটি ৪ লক্ষ টাকা, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা করে। এছাড়া প্রতিটি ম্যাচ জিতলে পাওয়া যাবে প্রায় ৩০ লক্ষ টাকা।