মাত্র ৩০ হাজার টাকা পেনশন পান কাম্বলি! তাঁর বন্ধু সচিন কত পান? শুনলে হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar pension- বিনোদ কাম্বলির ছোটবেলার বন্ধু সচিন। একইসঙ্গে তাঁদের বড় হয়ে ওঠা। জেনে নেওয়া যাক, সেই সচিন এখন বিসিসিআই-এর থেকে ঠিক কত টাকা পেনশন পান!
advertisement
1/6

মদ্যপান, বেহিসাবী জীবন, লাগামহীন খরচ- একটি প্রতিভার অপমৃত্যু। বিনোদ কাম্বলির সাম্প্রতিক অবস্থার কথা তো এখন সবারই জানা। জানা গিয়েছে, এখন বিসিসিআই-এর মাত্র ৩০ হাজার টাকার পেনশনে তাঁর সংসার চলছে।
advertisement
2/6
বিনোদ কাম্বলির ছোটবেলার বন্ধু সচিন। একইসঙ্গে তাঁদের বড় হয়ে ওঠা। জেনে নেওয়া যাক, সেই সচিন এখন বিসিসিআই-এর থেকে ঠিক কত টাকা পেনশন পান! জানা যাচ্ছে, সচিন তেন্ডুলকর এখন বিসিসিআই-এর থেকে ৭০ হাজার টাকা পেনশন পান।
advertisement
3/6
জানা যায়, দেশের জার্সিতে অন্তত পাঁচটি টেস্ট খেলেছেন, এমন ক্রিকেটারদের পেনশন দেয় বিসিসিআই। সেই তালিকায় আছেন গাভাসকরও। জানা যায়, তাঁকেও ৭০ হাজার টাকা পেনশন দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
4/6
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তিনিও বিসিসিআই-এর কাছ থেকে মাসিক ৭০ হাজার টাকা পেনশন পান বলে জানা যায়।
advertisement
5/6
ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান এখন ধারাভাষ্যকার হিসেবেও বেশ জনপ্রিয় হয়েছেন। তিনি কিছুদিন কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকী প্রাক্তন ক্রিকেটারদের ক্রিকেটেও তিনি ভাল বোলিং করেছেন। সেই পাঠান বিসিসিআই-এর থেকে মাসিক ৬০ হাজার টাকা পেনশন পান বলে জানা যায়।
advertisement
6/6
২০২২ সালেসবরকম ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের জন্য যুবরাজ সিংয়ের অবদান ছিল অনস্বীকার্য। সেই যুবিকে বিসিসিআই মাসিক ৬০ হাজার টাকা পেনশন দেয় বলে জানা যায়।