Mohammad Shami: ১০ বছরের বড় চিয়ারলিডারকে দেখে পাগল! শামির জীবনে প্রেম আসে ঝড়ের মতো, তার পর...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Hasin Jahan And Mohammad Shami- ২০১২ সালে আইপিএল চলাকালীন হাসিনের সঙ্গে শামির পরিচয় হয়। শামি তখন খেলতেন কেকেআরে। আর সেই সময় হাসিন ছিলেন মডেল। আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন তিনি।
advertisement
1/6

পেশাদার জীবনে সফল। তবে ব্যক্তিগত জীবনে তাঁর ঝড় বয়ে চলেছে। ২০২৮ সাল থেকে সমস্যায় শামি। সেই সমস্যা এখনও তাঁকে তাড়া করে চলেছে। মহম্মদ শামি ও হাসিন জাহানের সম্পর্ক এখন তেতো। এতটাই তেতো যে একে অপরের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।
advertisement
2/6
শামিকে এখন থেকে হাসিন জাহানকে দিতে হবে মাসে ৪ লাখ টাকা করে। হাই কোর্টের নির্দেশ। এর আগেও শামির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ করেছিলেন হাসিন। এমনকী ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পর্যন্ত করেছিলেন। তবে দুজনের মধ্যে পরিস্থিতি কিন্তু এতটা খারাপ ছিল না। একটা সময় শামি ও হাসিন পরস্পরের প্রেমে হাবুডুবু খেতেন।
advertisement
3/6
অনেকেই জানেন না, শামির থেকে হাসিন প্রায় ১০ বছরের বড়। তবে সেসব তাঁদের প্রেমে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তাঁরা পরস্পরকে একটা সময় চোখে হারাতেন। তবে সেসব দিন এখন অতীত।
advertisement
4/6
২০১২ সালে আইপিএল চলাকালীন হাসিনের সঙ্গে শামির পরিচয় হয়। শামি তখন খেলতেন কেকেআরে। আর সেই সময় হাসিন ছিলেন মডেল। আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গড়াতে থাকে ভালবাসার সম্পর্কের দিকে।
advertisement
5/6
এর পর ২০১৪ সালে বিয়ে হয় শামি ও হাসিনের। তার পর ২০১৫ সালে তাঁদের মেয়ের জন্ম হয়। প্রথমদিকে সব ঠিকঠাকই ছিল। বিয়ের চার বছর পর থেকে সমস্যার শুরু। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে থানায় গিয়েছিলেন হাসিন।
advertisement
6/6
শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন হাসিন। তিনি এমনও দাবি করেন, শামির পরিবারের লোকজন তাঁকে খুন করতে চেয়েছিলেন। শামির একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছিলেন হাসিন।