TRENDING:

World Hottest Golfer: টাইগার উডসের থেকেও বেশি ফলোয়ার এই মহিলা গল্ফ খেলোয়াড়ের ! সৌন্দর্যে অভিভূত গোটা দুনিয়া

Last Updated:
Hottest Golfer Viral photos: মহিলা গল্ফ খেলোয়াড় খেলার ময়দানে খুবই বোল্ড ও উত্তেজক ধরনের পোশাক পরে থাকেন।
advertisement
1/7
টাইগার উডসের থেকেও বেশি ফলোয়ার এই মহিলা গল্ফ খেলোয়াড়ের! সৌন্দর্যে অভিভূত সকলেই
গল্ফকে সবসময় বলা হয় বড় লোকদের খেলা। কারণ গল্ফ খেলার ময়দান থেকে এই খেলার সরঞ্জাম, সবকিছুই বেশ দামি হয়। এই কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা চালাতে পারে না এই খেলার খরচ। সাধারণত গল্ফ খেলার সময় পরা হয় পোলো শার্ট এবং ট্রাউজার্স। কিন্তু সম্প্রতি এক মহিলা সকলের নজরে এসেছে, যিনি একজন গল্ফ খেলোয়াড় হলেও তাঁর ড্রেস সম্পূর্ণ আলাদা। Photo: Instagram
advertisement
2/7
সেই মহিলা গল্ফার খেলার ময়দানে খুবই বোল্ড ও উত্তেজক ধরনের পোশাক পরে থাকেন। এই কারণেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। যে মহিলা গল্ফ খেলোয়াড় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি হলেন আমেরিকার পেজ স্পিরানাক (Paige Spiranac)। বলা হচ্ছে পেজ স্পিরানাক হলেন বিশ্বের সবথেকে হট গল্ফ খেলোয়াড়। Photo: Instagram
advertisement
3/7
পেজ স্পিরানাকের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে, কেন তাঁকে বিশ্বের সবথেকে হট গল্ফ খেলোয়াড় বলা হচ্ছে। গল্ফ খেলার ট্র্যাডিশনাল পোশাক ছেড়ে পেজ স্পিরনাক বেশ বোল্ড এবং মোহময়ী অবতারে গল্ফ খেলার ময়দানে নামেন। এই কারণে অনেক সময়েই তাকে শুনতে হয় বিভিন্ন ধরনের সমালোচনা। Photo: Instagram
advertisement
4/7
পেজ স্পিরানাকের গল্ফ খেলার ভক্তের থেকেও তাঁর রূপের অনেক ভক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই কারনেই স্পিরানাকের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা গল্ফ খেলার কিংবদন্তি খেলোয়ার টাইগার উডসের থেকেও অনেক বেশি। Photo: Instagram
advertisement
5/7
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পেজ স্পিরনাক বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও পোস্ট করেন যেখানে তিনি খুবই বোল্ড এবং গ্ল্যামারাস ভাবে নিজেকে তুলে ধরেন। পেজ স্পিরানাকের অনেক ফলোয়ার হলেও, সম্প্রতি তিনি জানিয়েছেন কী ভাবে তাঁকে বিভিন্ন ধরনের সমালোচনা এবং নেগেটিভ মন্তব্য সামলাতে হয়। Photo: Instagram
advertisement
6/7
পেজ স্পিরানাক জানিয়েছেন, "আমি গ্ল্যামারাস ভাবে নিজেকে দেখতে বেশি পছন্দ করি। আমার নিজের শরীর আমার খুব পছন্দের এবং সেটি শুধু আমার ব্যক্তিত্বের অংশ।" অনেকেই গল্ফ খেলার মাঠে পেজ স্পিরানাকের এই ধরনের ড্রেস দেখে রেগে যান, কারণ গল্ফ হল একটি ট্র্যাডিশনাল খেলা। Photo: Instagram
advertisement
7/7
পেজ স্পিরানাক জানিয়েছেন, গল্ফ খেলার মাঠে অনেকে তাঁকে অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রী বলেও ডেকেছেন। তিনি জানিয়েছেন যে যখন অনেক ছোটবেলায় গল্ফ খেলতেন, তখনও তাঁর ছোট স্কার্ট নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। পেজ স্পিরানাক ২০১৫ সাল থেকে প্রফেশনাল ভাবে গল্ফ খেলা শুরু করলেও তিনি ২০১৬ সালে প্রফেশনাল গল্ফ খেলা থেকে অবসর নেন। কিন্তু তিনি এখনও সোশ্যাল মিডিয়ায় তাঁর গল্ফ খেলার বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন। Photo: Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
World Hottest Golfer: টাইগার উডসের থেকেও বেশি ফলোয়ার এই মহিলা গল্ফ খেলোয়াড়ের ! সৌন্দর্যে অভিভূত গোটা দুনিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল