TRENDING:

চারদিন পর বাংলার প্রতিবেশী রাজ্যে হকি বিশ্বকাপ! ভারতের ম্যাচ কবে, রইল সূচি

Last Updated:
Hockey World Cup 2023: আবার ভারতে বিশ্বকাপ। চারদিন বাদেই। দেখে নিন ভারতের খেলার সূচি।
advertisement
1/6
চারদিন পর বাংলার প্রতিবেশী রাজ্যে হকি বিশ্বকাপ! ভারতের ম্যাচ কবে, রইল সূচি
এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে হকি বিশ্বকাপ। ফের ওড়িশায় বসছে হকির আসর। বাকি আর মাত্র চার দিন। শুক্রবার থেকে শুরু হবে বিশ্বকাপ।
advertisement
2/6
১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে হকি বিশ্বকাপ। রাউরকেল্লা, ভুবনেশ্বরে হবে বিশ্বকাপের ম্যাচ। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হয়েছে। ১৬টি দল খেলবে বিশ্বকাপে।
advertisement
3/6
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এবার বিশ্বকাপ খেলছে না। খেলার যোগ্য়তা অর্জন করতে পারেনি তারা। প্রতিটি পুলে চারটি করে দল রয়েছে।
advertisement
4/6
এর আগে ২০১৮ সালে ওড়িশায় হকি বিশ্বকাপ হয়েছিল। সেবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সব ম্যাচ হয়েছিল। এবার রউরকেল্লাতেও ম্যাচ হবে। সেখানকার বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়েছে।
advertisement
5/6
দেখে নিন কোন পুলে কোন কোন দল রয়েছে- পুল এ: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। পুল বি: বেলজিয়াম, জার্মানি, কোরিয়া এবং জাপান। পুল সি: নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও চিলি। পুল ডি: ভারত, ইংল্যান্ড, স্পেন ও ওয়েলস।
advertisement
6/6
ভারতের ম্যাচের সূচি- ভারত বনাম স্পেন: ১৩ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেলা) ভারত বনাম ইংল্যান্ড: ১৫ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেলা) ভারত বনাম ওয়েলস: ১৯ জানুয়ারি সন্ধ্যে ৭টা (ভুবনেশ্বর) পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (ভাইস ক্যাপ্টেন), নীলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং , ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল ও জুগরাজ সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
চারদিন পর বাংলার প্রতিবেশী রাজ্যে হকি বিশ্বকাপ! ভারতের ম্যাচ কবে, রইল সূচি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল