ক্রিকেটকে ভালবাসেন তাহলে মাঠে না নেমেও এইভাবে গড়তে পারেন কেরিয়ার, লাখ লাখ টাকা আয়
Last Updated:
advertisement
1/7

ভারতীয় কিন্তু ক্রিকেটের ভক্ত নয়, এমন মানুষ বোধহয় হাতে গোণা ৷ ক্রিকেট নিয়ে এদেশে উন্মাদনা আকাশছাড়া ৷ খেলার প্রতি ভালবাসার থেকেও লোকের আগ্রহ সবথেকে বেশি ক্রিকেটারদের আয় নিয়ে ৷ তবে ক্রিকেটার না হলেও ক্রিকেটের উপর ভিত্তি করে কেরিয়ার বানিয়ে লাখ টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ Photo- File
advertisement
2/7
দেশের জার্সি না হোক নিদেনপক্ষে আইপিএল-এও এক সিজন খেলতে পারলেও লাখ নয় কোটি টাকা ব্যাঙ্ক ব্যালান্স নিশ্চিত ৷ একলপ্তে এত টাকা! এই লোভেই তো দেশের জনসংখ্যার সিংহভাগ নিজেরা বা নিজেদের সন্তানদের ক্রিকেটার বানানোর ইঁদুর দৌড়ে ঠেলে দেন ৷ কিন্তু ১৩৩ কোটির দেশের সবাই তো আর ক্রিকেটার হতে পারে না তবে ক্রিকেটের প্রতি এই ভালবাসাকেই কাজে লাগিয়ে গড়তে পারে ক্রিকেটার ৷
advertisement
3/7
ক্রিকেট ফিল্ডে ক্রিকেটার ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন আম্পায়ার ৷ ক্রিকেটার না হয়ে আপনি আম্পায়ারিংয়েও নিজের কেরিয়ার গড়ে আয় করতে পারেন প্রচুর টাকা ৷ আম্পায়ার হওয়ার জন্য রাজ্য স্তরের স্পোর্টস বডি প্রোটোকল লিখিত পরীক্ষার আয়োজন করে ৷ তাতে পাশ করার পর বিসিসিআই-এর আয়োজিত আম্পায়ারিংয়ের যেকোনও পরীক্ষায় বসা যেতে পারে ৷ তাতে পাশ করলেই আম্পায়ারিংয়ের সবুজ সঙ্কেত ৷ কিন্তু আম্পায়ারদের আয় কেমন? সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ আইপিএল-এর প্রতি ম্যাচের জন্য আম্পায়াররা ৪০ লক্ষ টাকা করে পান ৷ ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচে আম্পায়ারদের পারিশ্রমিক এর দ্বিগুণ ৷
advertisement
4/7
ক্রিকেটকেন্দ্রিক আরও একটি লোভনীয় কেরিয়ার অপশন ভিডিও অ্যানালিস্ট ৷ একজন ভিডিও অ্যানালিস্ট নিজের টিমের ভিডিয়ো অ্যানালিসিস করে দলের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করেন ৷ ভিডিও অ্যানালিস্ট হওয়ার জন্য দরকার টেকনিক্যাল জ্ঞান ৷ টেকনিকের সঙ্গে সঙ্গে ক্রিকেটের খুঁটিনাটি টেকনিকের উপরও থাকতে হবে দখল ৷ একজন সিনিয়র ভিডিয়ো অ্যানালিসিস্ট-কে বিসিসিআই দেয় ১৫ হাজার টাকা ৷
advertisement
5/7
ক্রিকেটে তুখোড় হলে বেছে নিতে পারেন আরও একটি কেরিয়ার অপশন, ম্যাচ রেফারি ৷ মাঠে আইসিসি-এর কোড অফ কডাক্ট ঠিক মতো মানা হচ্ছে কিনা বা কেউ তা লঙ্ঘন করছে কিনা তা খেয়াল রাখে ম্যাচ রেফারি ৷ এর জন্য বিস্তারিতভাবে জানতে হবে আইসিসি-এর সব নিয়ম ৷ বর্তমানে প্রথম শ্রেণী ক্রিকেট খেলিয়ে প্রাক্তন ক্রিকেটাররা রেফারি হিসেবে কাজ করছেন ৷ প্রতি টি-২০ ম্যাচ পিছু ৩০ হাজার টাকা করে পান ম্যাচ রেফারি ৷ দেশের বাইরে গেলে এর সঙ্গে যোগ হয় অ্যালাউন্স ৷
advertisement
6/7
ক্রিকেট অন্যালিসিস্ট-এর কাজও যথেষ্ট লোভনীয় ৷ ম্যাচ স্ট্যাটিসটিক্স, ক্রিকেটারদের পরিসংখ্যান তৈরির দায়িত্ব থাকে এদের উপর ৷ এর জন্য ক্রিকেট ম্যাচের ইতিহাস, সমস্ত নজির-রেকর্ড থাকতে হবে নখদর্পণে ৷ পরিসংখ্যানবিদরা প্রতিদিন এই কাজের জন্য ১০,০০০ টাকা করে পান ৷ তবে ক্রিকেটের জ্ঞান ছাড়াও আপনাকে খুব ভাল গণিত বিশেষজ্ঞও হতে হবে ৷
advertisement
7/7
ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করেন পিচ কিউরেটর ৷ ম্যাচে পিচের চরিত্র কেমন হবে তা এই পিচ কিউরেটরদের হাতেই থাকে ৷ ২০১৮-এর বেতন কাঠামো অনুযায়ী পিচ কিউরেটরের মাসিক বেতন এক লাখ টাকা অর্থাৎ বছরে ১২ লাখ টাকা ৷