TRENDING:

ক্রিকেটকে ভালবাসেন তাহলে মাঠে না নেমেও এইভাবে গড়তে পারেন কেরিয়ার, লাখ লাখ টাকা আয়

Last Updated:
advertisement
1/7
ক্রিকেটকে ভালবাসেন তাহলে মাঠে না নেমেও এইভাবে গড়তে পারেন কেরিয়ার, লাখ লাখ টাকা
ভারতীয় কিন্তু ক্রিকেটের ভক্ত নয়, এমন মানুষ বোধহয় হাতে গোণা ৷ ক্রিকেট নিয়ে এদেশে উন্মাদনা আকাশছাড়া ৷ খেলার প্রতি ভালবাসার থেকেও লোকের আগ্রহ সবথেকে বেশি ক্রিকেটারদের আয় নিয়ে ৷ তবে ক্রিকেটার না হলেও ক্রিকেটের উপর ভিত্তি করে কেরিয়ার বানিয়ে লাখ টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ Photo- File
advertisement
2/7
দেশের জার্সি না হোক নিদেনপক্ষে আইপিএল-এও এক সিজন খেলতে পারলেও লাখ নয় কোটি টাকা ব্যাঙ্ক ব্যালান্স নিশ্চিত ৷ একলপ্তে এত টাকা! এই লোভেই তো দেশের জনসংখ্যার সিংহভাগ নিজেরা বা নিজেদের সন্তানদের ক্রিকেটার বানানোর ইঁদুর দৌড়ে ঠেলে দেন ৷ কিন্তু ১৩৩ কোটির দেশের সবাই তো আর ক্রিকেটার হতে পারে না তবে ক্রিকেটের প্রতি এই ভালবাসাকেই কাজে লাগিয়ে গড়তে পারে ক্রিকেটার ৷
advertisement
3/7
ক্রিকেট ফিল্ডে ক্রিকেটার ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন আম্পায়ার ৷ ক্রিকেটার না হয়ে আপনি আম্পায়ারিংয়েও নিজের কেরিয়ার গড়ে আয় করতে পারেন প্রচুর টাকা ৷ আম্পায়ার হওয়ার জন্য রাজ্য স্তরের স্পোর্টস বডি প্রোটোকল লিখিত পরীক্ষার আয়োজন করে ৷ তাতে পাশ করার পর বিসিসিআই-এর আয়োজিত আম্পায়ারিংয়ের যেকোনও পরীক্ষায় বসা যেতে পারে ৷ তাতে পাশ করলেই আম্পায়ারিংয়ের সবুজ সঙ্কেত ৷ কিন্তু আম্পায়ারদের আয় কেমন? সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ আইপিএল-এর প্রতি ম্যাচের জন্য আম্পায়াররা ৪০ লক্ষ টাকা করে পান ৷ ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচে আম্পায়ারদের পারিশ্রমিক এর দ্বিগুণ ৷
advertisement
4/7
ক্রিকেটকেন্দ্রিক আরও একটি লোভনীয় কেরিয়ার অপশন ভিডিও অ্যানালিস্ট ৷ একজন ভিডিও অ্যানালিস্ট নিজের টিমের ভিডিয়ো অ্যানালিসিস করে দলের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করেন ৷ ভিডিও অ্যানালিস্ট হওয়ার জন্য দরকার টেকনিক্যাল জ্ঞান ৷ টেকনিকের সঙ্গে সঙ্গে ক্রিকেটের খুঁটিনাটি টেকনিকের উপরও থাকতে হবে দখল ৷ একজন সিনিয়র ভিডিয়ো অ্যানালিসিস্ট-কে বিসিসিআই দেয় ১৫ হাজার টাকা ৷
advertisement
5/7
ক্রিকেটে তুখোড় হলে বেছে নিতে পারেন আরও একটি কেরিয়ার অপশন, ম্যাচ রেফারি ৷ মাঠে আইসিসি-এর কোড অফ কডাক্ট ঠিক মতো মানা হচ্ছে কিনা বা কেউ তা লঙ্ঘন করছে কিনা তা খেয়াল রাখে ম্যাচ রেফারি ৷ এর জন্য বিস্তারিতভাবে জানতে হবে আইসিসি-এর সব নিয়ম ৷ বর্তমানে প্রথম শ্রেণী ক্রিকেট খেলিয়ে প্রাক্তন ক্রিকেটাররা রেফারি হিসেবে কাজ করছেন ৷ প্রতি টি-২০ ম্যাচ পিছু ৩০ হাজার টাকা করে পান ম্যাচ রেফারি ৷ দেশের বাইরে গেলে এর সঙ্গে যোগ হয় অ্যালাউন্স ৷
advertisement
6/7
ক্রিকেট অন্যালিসিস্ট-এর কাজও যথেষ্ট লোভনীয় ৷ ম্যাচ স্ট্যাটিসটিক্স, ক্রিকেটারদের পরিসংখ্যান তৈরির দায়িত্ব থাকে এদের উপর ৷ এর জন্য ক্রিকেট ম্যাচের ইতিহাস, সমস্ত নজির-রেকর্ড থাকতে হবে নখদর্পণে ৷ পরিসংখ্যানবিদরা প্রতিদিন এই কাজের জন্য ১০,০০০ টাকা করে পান ৷ তবে ক্রিকেটের জ্ঞান ছাড়াও আপনাকে খুব ভাল গণিত বিশেষজ্ঞও হতে হবে ৷
advertisement
7/7
ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করেন পিচ কিউরেটর ৷ ম্যাচে পিচের চরিত্র কেমন হবে তা এই পিচ কিউরেটরদের হাতেই থাকে ৷ ২০১৮-এর বেতন কাঠামো অনুযায়ী পিচ কিউরেটরের মাসিক বেতন এক লাখ টাকা অর্থাৎ বছরে ১২ লাখ টাকা ৷
বাংলা খবর/ছবি/খেলা/
ক্রিকেটকে ভালবাসেন তাহলে মাঠে না নেমেও এইভাবে গড়তে পারেন কেরিয়ার, লাখ লাখ টাকা আয়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল