হাসিন জাহানের প্রথম পক্ষের দুই মেয়ে এখন কোথায়? কেমন আছেন? জানা গেল খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Hasin Jahan first husband: হাসিন জাহানের প্রথম পক্ষে দুই মেয়ে। তাঁর স্বামী বীরভূমের বাসিন্দা।
advertisement
1/7

২০১৮ থেকে মহম্মদ শামি ও হাসিন জাহান আলাদা থাকেন। তবে তাঁদের এখনও ডিভোর্স হয়নি। অনেকেই হয়তো জানেন না, হাসিন জাহানের প্রথম পক্ষের স্বামীক নাম সঈফুদ্দিন।
advertisement
2/7
একটা সময় আইপিএলে চিয়ারলিডার ছিলেন হাসিন জাহান। বরাবরই তাঁর অভিনয় ও মডেলিং-এর প্রতি টান।
advertisement
3/7
শামির সঙ্গে হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। তার আগে বীরভূমের বাসিন্দা সঈফুদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
advertisement
4/7
সঈফুদ্দিন একটি মুদি দোকানের মালিক। হাসিন ও তাঁর দুই মেয়ে রয়েছে। তবে এখন তাঁরা আলাদা থাকেন। দুই মেয়ে বাবার সঙ্গেই থাকে।
advertisement
5/7
স্কুলে পড়ার সময় সঈফুদ্দিনের সঙ্গে সম্পর্ক হয় হাসিনের। তার পর তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
advertisement
6/7
জানা যায় সঈফুদ্দিন ও হাসিনের বড় মেয়ে এখন থার্ড ইয়ারে পড়েন। ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে।
advertisement
7/7
হাসিন সঙ্গে না থাকলেও দুই মেয়েকে বুকে আগলে রেখেছেন সঈফুদ্দিন। তিনি একা হাতেই তাদের মানুষ করছেন।