TRENDING:

Hardik Pandya New Friend: বউয়ের সঙ্গে সম্পর্ক শিকেয়, হার্দিক পান্ডিয়ার জীবনে কি নতুন রঙ, তুমুল ভাইরাল সুন্দরীর সঙ্গে রঙমিলন্তি পোশাকে ফটো

Last Updated:
Hardik Pandya New Friend: ভাইরাল ফটো হার্দিকের সঙ্গে সুন্দরীর, তোলপাড় হয়ে যাচ্ছে
advertisement
1/6
বউয়ের সঙ্গে সম্পর্ক শিকেয়,হার্দিক পান্ডিয়ার জীবনে কি নতুন রঙ,তুমুল ভাইরাল ফটো
: ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সব সময়েই ফ্যানেদের নজরে থাকেন৷ কারোর সঙ্গে কিছু করুন বা কোথায় কোনও ফটোশ্যুট করুন সব সময়েই তাঁর উপর থেকে নজর সরে না৷ তারওপর আবার টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্বকাপ জয়ের রাস্তা সুগম করে৷ কিন্তু এর মধ্যেও বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন পিছু ছাড়ছে না, কিন্তু ফ্যানরা হঠাৎ এর মধ্যে অন্য গন্ধও পেয়ে গেলেন৷ সুন্দরী এক ললনার সঙ্গে পোশাক মিলিয়ে সোজায় ভাষায় টুইনিং করে পরেছেন হার্দিক পান্ডিয়া৷
advertisement
2/6
সম্প্রতি, একটি হৃদয়গ্রাহী ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে  তাঁর বাড়িতে দেখা করার পরে একজন ফ্যান আবেগপূর্ণ রিঅ্যাকশন দিয়েছেন। তাঁর ক্যাপশনটি আরও বুঝিয়ে দিচ্ছে, "CAN SOMEBODY PINCH ME PLEASEEEEEE @hardikpandya93 thank you for being so warm- অর্থাৎ কেউ প্লিজ আমায় চিমটি কেটে দিতে পার৷ এত হট হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ৷ ’’
advertisement
3/6
তিনি তার ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তার স্ত্রী পাংখুরি পান্ডিয়া, এবং সর্বোপরি হার্দিক পান্ডিয়ার তাঁদের বাসভবনে কোঅর্ডিনেশন করে পোশাক করেন৷
advertisement
4/6
এই ফটো সামনে আসার পরেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে যুক্ত এই পোস্টে জল্পনার মশলা লাগানো শুরু করেন৷  একে হার্দিকের স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক আছে বলে কোনও সিলমোহর দেননি৷
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী ইনফ্লুয়েন্সার৷ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে  মাধ্যমে সেই সমস্ত গুজব উড়িয়ে দিয়েছেন ছবি দিয়ে নিজের এই মুহূর্তকে ফ্যানগার্ল মুহূর্ত হিসেবেই বলেছেন৷
advertisement
6/6
 পান্ডিয়া এবং তাঁর সাইবেরিয়ান মডেল স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে তার সম্পর্কের চারপাশে অসংখ্য গুজব রয়েছে। সূত্রের যা খবর তাতে সব কিছু ভাল নেই এই দম্পতির মধ্যে৷ অর্থাৎ নট অল ইজ অয়েল৷
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya New Friend: বউয়ের সঙ্গে সম্পর্ক শিকেয়, হার্দিক পান্ডিয়ার জীবনে কি নতুন রঙ, তুমুল ভাইরাল সুন্দরীর সঙ্গে রঙমিলন্তি পোশাকে ফটো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল