Hardik Pandya: উদ্ধত ব্যবহারে অসন্তুষ্ট গুজরাত, নাকি মুম্বইয়ের বড় অফার পান্ডিয়ার দল বদলের গল্পটা কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Transfer: বাজার গরম জল্পনায়, কেন হঠাৎ হার্দিককে ছেড়ে দিতে চায় গুজরাত, নাকি বড় টাকার অফার দিয়ে তুলে নিচ্ছে মুম্বই!
advertisement
1/9

আইপিএল ট্রান্সফার উইন্ডোর মধ্যেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাজার সরগরম৷ ফের নাকি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন পান্ডিয়া৷ গত বছর ফাইনাল খেলা দল গুজরাত লায়ন্স নিজের অধিনায়ককে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে ট্রেড করে দিতে চাইছে৷ কিন্তু হঠাৎ কেন এই দল বদলাবদলি কাণ্ড! Photo- File
advertisement
2/9
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে গোড়ালির চোটের কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। ২০২৩ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার চোটের কারণে পুরো টুর্নামেন্টে খেলা হয়নি৷ ২০২৩ বিশ্বকাপের পরে, সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা এবার আইপিএলের পরবর্তী মরশুমের ট্রান্সফার নিয়ে খুব উত্তেজিত , এখন তাঁদের নজর ট্রেড উইন্ডো ও মিনি নিলামে৷ Photo- File
advertisement
3/9
বর্তমানে, আইপিএল ২০২৪ নিলামের আগে ট্রেডিং উইন্ডো খোলা আছে। যেখানে দুটি আইপিএল দল তাদের দলের স্কোয়াডে উপস্থিত খেলোয়াড়দের বিনিময় করতে পারে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ইতিমধ্যে, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৪ মরশুমের আগে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে চাইছেন। Photo- File
advertisement
4/9
তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে সম্পর্ক অনেকদিনের৷ আইপিএল ২০১৫ থেকে মুম্বই ইন্ডিয়ান্স দল প্রথমে তাঁকে ১০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল। হার্দিক পান্ডিয়া ২০১৫ থেকে ২০১২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সেই খেলেছিলেন৷ কিন্তু হঠাৎই তাঁর ব্যবহারে অখুশি টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ Photo- File
advertisement
5/9
এরপরের বছরে আইপিএলে নতুন আসা ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটান্স তাদের দলের অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল। কিন্তু এবার সূত্রের খবর হার্দিক পান্ডিয়া ২ বছরের বিরতির পর আইপিএল ২০২৪ এ ফের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে পারেন৷ Photo- File
advertisement
6/9
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আইপিএল ক্রিকেটে গুজরাত টাইটান্স দলের অধিনায়ক। ২০২২ সালে প্রথমবারেই আইপিএলে এসে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স৷ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া৷ অন্যদিকে দ্বিতীয়বার অর্থাৎ ২০২৩ এ তাঁর নেতৃত্বে দল রানার্স আপ হয়৷ Photo- File
advertisement
7/9
এরপরেও এই অধিনায়ককে ছেড়ে দিতে চায় গুজরাত৷ কারণ নাকি হার্দিকে ব্যবহার তাঁদের পছন্দ নয়৷ Photo- File
advertisement
8/9
এদিকে তাঁরা মুম্বই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মাকে তুলে নিয়ে নিজদের অধিনায়ক করতে চান৷ Photo- File
advertisement
9/9
আবার একটা সূত্রের খবর রোহিত নয় জোফ্রা আর্চারকে ছেড়ে দিয়ে গুজরাত থেকে হার্দিককে তুলে নিতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স৷ এদিকে লংটার্মের কথা ভেবে হার্দিককে নিজেদের দলে নেতা হিসেবে চাইছে মুম্বই৷ ফলে হার্দিককে তুলে নিতে প্রচুর টাকার অফারের রাস্তাতেও হাঁটতে পারে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট৷ এমনকি তাঁর নজিরবিহীণ কোটি টাকার ডিলও দিতে তৈরি হার্দিককে৷ Photo- File