TRENDING:

Hardik Pandya Watch Case: 'ঘড়িটার দাম দেড় কোটি টাকা', বিমানবন্দরে ঘড়ি বাজেয়াপ্তর পর জানালেন পান্ডিয়া

Last Updated:
Hardik Pandya Watch Case: পাঁচ কোটি নয়, ঘড়িটার দাম দেড় কোটি টাকা। জানালেন পান্ডিয়া। আর সেটা বাজেয়াপ্ত হয়নি বলেও জানিয়েছেন।
advertisement
1/6
'ঘড়িটার দাম দেড় কোটি টাকা', বিমানবন্দরে ঘড়ি বাজেয়াপ্তর পর জানালেন পান্ডিয়া
দুবাই থেকে দুটি বহুমূল্য ঘড়ি কিনে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু মুম্বই বিমানবন্দরে তাঁর সেই দুটি ঘড়ি বাজেয়াপ্ত করেন শুক্ল বিভাগের কর্তারা। হার্দিক পান্ডিয়ার বরাবর দামি ঘড়ি শখ। আর তিনি ও তাঁর ভাই ক্রুনাল বারবার এই দামি ঘড়ি জন্য ফ্যাসাদে পড়েন।
advertisement
2/6
খবর ছড়ায়, পান্ডিয়ার থেকে যে দুটি ঘড়ি শুক্ল বিভাগ বাজেয়াপ্ত করেছে সেগুলির দাম প্রায় ৫ কোটি টাকা। তবে পান্ডিয়া এদিন জানান, সেই খবর ভুয়া। ঘড়িটার দাম দেড় কোটি টাকা। আর সেটার দাম নির্ধারণের জন্য শুক্ল বিভাগ তাদের জিম্মায় রেখে আপাতত। সেটি বাজেয়াপ্ত করা হয়নি।
advertisement
3/6
এর আগে ক্রুনাল পান্ডিয়াও কোটি টাকার ঘড়ি কিনে দেশে ফিরে সমস্যায় পড়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বিদেশ থেকে খেলে ফেরার সময় তাঁর থেকে দুটি ঘড়ি বাজেয়াপ্ত করেছিল শুক্ল বিভাগ। ক্রুনাল পরে জানান, এই ঘড়ি কেনার জন্য কাগজ দেখাতে হয় বলে তিনি জানতেন না। সেদিন প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি ক্রুনাল।
advertisement
4/6
টি-২০ বিশ্বকাপে টানা ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বল করেছিলেন মাত্র একটি ম্যাচে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুধুমাত্র রান পেয়েছিলেন। তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিশ্বকাপ শেষে দুবাই থেকে দুটি ঘডি কিনেও বিতর্কের মুখে পড়লেন পান্ডিয়া।
advertisement
5/6
বরাবরই দামি ঘড়ি কেনার শখ পান্ডিয়া ভাইদের। একের পর এক দুর্মূল্য ঘড়ির কালেকশন রয়েছে তাঁদের কাছে। পান্ডিয়া ভাইদের গ্যারাজেও শোভা পায় একাধিক দামি গাড়ি।
advertisement
6/6
এদিন পান্ডিয়া বিবৃতিতে জানিয়েছেন, তাঁর কাছ থেকে ঘড়ি বাজেয়াপ্তর খবরটি ভুয়া। যে ঘড়িটি শুল্ক বিভাগের কাছে জমা রয়েছে সেটির দাম পাঁচ কোটি টাকা নয়। পান্ডিয়া জানান, সেটির দাম দেড় কোটি টাকা।
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya Watch Case: 'ঘড়িটার দাম দেড় কোটি টাকা', বিমানবন্দরে ঘড়ি বাজেয়াপ্তর পর জানালেন পান্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল