Hardik Pandya: বউয়ের সঙ্গে বিচ্ছেদ পাকা? এরই মধ্যে সামনে এল বউদির সঙ্গে হার্দিকের তোলপাড় ফেলা ছবি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Hardik Pandya: আইপিএল শেষের পর থেকেই হার্দিক-নাতাসার সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা চলছে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর হার্দিককে শুভেচ্ছা জানিয়ে কোনওরকম পোস্ট করেননি নতাসা। এবার সামনে এল হার্দিকের তোলপার ফেলা ছবি।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে দেশকে জয় এনে দিয়েই চোখের জল বাঁধ মানেনি হার্দিক পান্ডিয়ার। দেশে ফিরেও বৃহস্পতিব রোড শো ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেলিব্রেশনে আবেগপ্রবণ হয়ে পড়েন তারকা অলরাউন্ডার।
advertisement
2/6
কিন্তু এত কিছুর পরও একটি বিষয় নিয়ে জল্পনার অন্ত নেই। তা হল হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্টানোকোভিচের সম্পর্ক। আইপিএল শেষের পর থেকেই হার্দিক-নাতাসার সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা চলছে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর হার্দিককে শুভেচ্ছা জানিয়ে কোনওরকম পোস্ট করেননি নতাসা।
advertisement
3/6
সম্প্রতি নাতাসা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিও-তে লিখেছেন,"একটা নির্দিষ্ট অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।" এছাড়াও সম্প্রতি একাধিক ইঙ্গিতবাহি পোস্ট করেছেন নাতাসা স্টানকোভিচ।
advertisement
4/6
তবে এরইমধ্যে হার্দিক পান্ডিয়ার বৌদি অর্থাৎ ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পাঙ্খুরি একটি পোস্ট করেছেন। যেখানে হার্দিককে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে বৌদিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক।
advertisement
5/6
ক্যাপশনে পাঙ্খুরি শর্মা লিখেছেন, ‘এইচপি আমরা সকলে তোমার জন্য গর্বিত। এমন দিনে তোমাকে নিয়ে কী বলব বুঝতে পারছি না। তুমি যেভাবে সব কিছুর মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছ তার জন্য আমরা গর্বিত। তুমি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছ।’
advertisement
6/6
পুরো দুনিয়ার পাশাপাশি হার্দিকের অন্যান্য পরিবারের সদস্যরা যেখানে বিশ্বজয়ের শুভেচ্ছা জানাচ্ছে , সেখানে নাতাসা স্ট্যানকোভিচ কেনও মুখ খুলছেন না তা নিয়ে জল্পনা যত সময় এগোচ্ছে ততই বাড়ছে।