TRENDING:

Hardik Pandya Salary Growth: ১০ লক্ষের থেকে আজ ১৫ কোটি, কয়েক বছরে হুড়মুড়িয়ে টাকা বাড়ল হার্দিকের, কী কপাল!

Last Updated:
Hardik Pandya Salary Growth: ক্রিকেটার হিসেবে নিজেকে যতটা পরিণত করেছেন ততই তড়তড়িয়ে  উপার্জন বাড়িয়ে নিয়েছেন হার্দিক৷ দেখে নিন ক্রিকেট কেরিয়ারে কীভাবে বেতন বেড়েছে , রইল তার বিশ্লেষণ৷
advertisement
1/9
১০ লক্ষের থেকে আজ ১৫ কোটি, কয়েক বছরে হুড়মুড়িয়ে টাকা বাড়ল হার্দিকের, কী কপাল
একটা সময়ে ভারতীয় ক্রিকেট দলের পিনআপ বয়, আজ শর্ট ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটনও সামলেছেন৷ হার্দিক পান্ডিয়ার ক্রিকেট কেরিয়ারের উত্থান একেবারে রূপকথার মতো৷ তলোয়ারের বদলে ব্যাট দিয়ে প্রতিপক্ষকে কচুকাটা করে তিনি জাস্ট নিজেকে দুরন্ত ব্যাটসম্যান এবং অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন৷
advertisement
2/9
দশ লক্ষ টাকায় আইপিএলে অভিযান শুরু করা অলরাউন্ডারকে গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার পরেও ১৬ কোটি খরচ করে দলে ফিরিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ বরোদার অলরাউন্ডারকে ট্রানজাকশন উইন্ডো থেকে তুলে নিয়েছে৷
advertisement
3/9
ক্রিকেটার হিসেবে নিজেকে যতটা পরিণত করেছেন ততই তড়তড়িয়ে  উপার্জন বাড়িয়ে নিয়েছেন হার্দিক৷ দেখে নিন ক্রিকেট কেরিয়ারে কীভাবে বেতন বেড়েছে , রইল তার বিশ্লেষণ৷
advertisement
4/9
আইপিএল ২০১৫ – মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএল রঙ্গমঞ্চে নেমেছিলেন। তাঁর অভিষেক মরশুমে, ১০ লক্ষ টাকার চুক্তিভুক্ত প্লেয়ার ছিলেন৷
advertisement
5/9
আইপিএল ২০১৬ এবং আইপিএল ২০১৭ – মুম্বই ইন্ডিয়ান্স: এই দুই মরশুমে বছরের জন্য হার্দিকের আইপিএল আয়ে কোনও বদল হয়নি৷  তিনি এই দুই মরশুমেও ১০ লক্ষ টাকা করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন৷
advertisement
6/9
আইপিএল ২০১৮ – মুম্বই ইন্ডিয়ান্স: এতদিনে হার্দিক নিজেকে মুম্বই  জার্সিতে অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রমাণ করে নিয়েছিলেন। ব্যাট এবং বল দুটোতেই কামাল করেন এরপরেই তাঁর স্যালারিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পান্ডিয়ার আইপিএল বেতন এই মরসুমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১ কোটি টাকায় পৌঁছে যায়।
advertisement
7/9
আইপিএল ২০১৯ আইপিএল ২০২০ এবং আইপিএল ২০২১ – মুম্বই ইন্ডিয়ান্স: একজন পাওয়ার-হিটার এবং একজন নির্ভরযোগ্য বোলার হিসাবে হার্দিকে তুখোড় হয়ে ওঠায় এই মরশুমগুলিতেও তাঁর বেস প্রাইস ১১ কোটি টাকাতেই ছিল৷
advertisement
8/9
আইপিএল ২০২২- গুজরাত টাইটান্স: ২০২২ এ হার্দিকের কেরিয়ারের বড় মোড় তিনি ,  গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার কারণে মুম্বইকে বাইবাই করেছিলেন৷  যেখানে তাঁর বেতন এক ধাক্কায় ৪ কোটি টাকা বৃদ্ধিপায়৷ দাঁড়ায় ১৫ কোটি টাকা৷ আইপিএল ২০২৩- গুজরাত  টাইটান্স নিজেদের প্রথম মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়৷
advertisement
9/9
আইপিএল ২০২৪  মুম্বই ইন্ডিয়ান্স:  আবার দু বছর পর নিজের পুরনো ঘর মুম্বইতে ফিরলেন হার্দিক৷ মুম্বই নগদ চুক্তিতে গুজরাতের থেকে হার্দিককে ট্রেড করেছে৷ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার MI ফ্র্যাঞ্চাইজি থেকে এবার ১৫ কোটি টাকা বেতন পাবেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya Salary Growth: ১০ লক্ষের থেকে আজ ১৫ কোটি, কয়েক বছরে হুড়মুড়িয়ে টাকা বাড়ল হার্দিকের, কী কপাল!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল