TRENDING:

মারলেন, কিন্তু দেখলেন না! ক্রিকেটে নতুন শট! কেন পান্ডিয়া সেরা অলরাউন্ডার, দেখে নিন

Last Updated:
Hardik Pandya no look Shot- তাসকিন আহমেদের ওভারের তিন নম্বর ডেলিভারিতে পান্ডিয়া ওই শট খেলেন। বল শরীরেj দিকে আসছিল, পান্ডিয়া না দেখেই শট খেলে দেন থার্ড ম্যানের দিকে। আত্মবিশ্বাসে ভরা ছিল সেই শট।
advertisement
1/7
মারলেন, কিন্তু দেখলেন না! ক্রিকেটে নতুন শট! কেন পান্ডিয়া সেরা অলরাউন্ডার, দেখুন
কিছুতেই ভারতের সঙ্গে পেরে উঠছে না বাংলাদেশ। অনেক চেষ্টা করেও ভারতীয় দলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছেন না নাজমুল হাসান শান্তরা। টেস্টের পর টি-২০ ক্রিকেটেও পড়শি দেশের একই অবস্থা।
advertisement
2/7
টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। ভারত একপেশে খেলেই জিতল একপ্রকার। বাংলাদেশ করেছিল মাত্র ১২৭ রান। সেই রান ১১.৫ ওভারেই তুলে নিল টিম ইন্ডিয়া।
advertisement
3/7
এই ম্যাচে ভারতের নায়ক অর্শদীপ সিং। ১৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তবে সব থেকে বেশি আলোচনা হল হার্দিক পান্ডিয়ার এক অদ্ভুত শট নিয়ে। যে শট তিনি মারলেন বটে, কিন্তু দেখলেন না।
advertisement
4/7
গোয়ালিয়রে ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন পান্ডিয়া। বাংলাদেশের বোলারদের কাছে তাঁকে থামানোর মতে কোনও পথ ছিল না এদিন।
advertisement
5/7
এদিন বাংলাদেশের বিরুদ্ধে পান্ডিয়া যে শট খেললেন তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। পান্ডিয়া সেই শট না দেখেই খেলেছেন। স্রেফ রিফ্লেকশন-এর উপর ভর করে এমন শট খেলেছেন তিনি।
advertisement
6/7
তাসকিন আহমেদের ওভারের তিন নম্বর ডেলিভারিতে পান্ডিয়া ওই শট খেলেন। বলে শরীরে দিকে আসছিল, পান্ডিয়া না দেখেই শট খেলে দেন থার্ড ম্যানের দিকে। আত্মবিশ্বাসে ভরা ছিল সেই শট।
advertisement
7/7
এমনকী পান্ডিয়ার সেই শট দেখে তাসকিন আহমেদও অবাক হয়ে যান। বাংলাদেশের ক্রিকেটাররাও এই শট দেখে রীতিমতো থ হয়ে যান।
বাংলা খবর/ছবি/খেলা/
মারলেন, কিন্তু দেখলেন না! ক্রিকেটে নতুন শট! কেন পান্ডিয়া সেরা অলরাউন্ডার, দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল