টিভিতে অশালীন মন্তব্যের জের, প্রথম ওয়ান-ডে’র দল থেকে বাদ হার্দিক-রাহুল
Last Updated:
advertisement
1/5

করণের শোয়ের আগুনে দাবানল ভারতীয় ক্রিকেটে। বেলাগাম অশালীনতার জের। এবার ভারতের একদিনের দলেও দরজা বন্ধ হার্দিক-রাহুলের। বিরাট-বিবৃতিতে একঘরে করার বার্তা। আইপিএলেও নামতে পারে নির্বাসনের খাঁড়া।
advertisement
2/5
টিভি শোয়ে বেলাগাম অশালীনতার জের। এবার টিম ইন্ডিয়ার অন্দরমহলেও একঘরে হার্দিক-রাহুল।
advertisement
3/5
শনিবারই সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। যে ম্যাচে প্রথম এগারোয় রাখা হয়নি দুই বিতর্কিত ক্রিকেটারকে। তবে এই শাস্তি বোর্ডের তরফে নয়। একান্তই দলের আভ্যন্তরীণ অনুশাসন বজায় রাখতে।
advertisement
4/5
বোর্ডকে চিঠি বা টুইটারে ক্ষমা চেয়েও এযাত্রা উইকেট বাঁচানো কঠিন হার্দিকদের। কারণ, বোর্ডের লিগাল সেল পরিস্কার জানিয়ে দিয়েছে, হার্দিকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে স্বতপ্রণোদিত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা।
advertisement
5/5
আপাতত বিবেচনার টেবিলে একটাই ইস্যু। নিছক ম্যাচ সাসপেনশন ? না আইপিএলে নির্বাসনে পাঠিয়ে আরও বড় বার্তা? বিনোদ রাই থেকে অনিরুদ্ধ চৌধুরি, প্রত্যেকেই চান ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ-ওয়ার্নারদের ক্ষেত্রে যেমন কড়া স্টান্স নিয়েছিল এবারও তেমনই হোক। বৃহত্তর জনমানসে ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের ভাবমুর্তি অক্ষুণ্ণ রাখতে। কারও অনুমতি ছাড়া করণের কাউচে বসে বোর্ডকর্তাদের বিরাগভাজন হয়েছেন দুই মুর্তি। তবে সমস্যা একটাই। হার্দিক প্রসঙ্গে তাঁদের মনোভাব যতটা এককাট্টা রাহুলকে কিছুটা ছাড় দেওয়ার পক্ষপাতী। এদিকে, বিতর্ক দাবানলের আকার নেওয়ার মাঝেই করণ জোহরের শোয়ের ক্লিপ সরিয়ে নিয়েছে হটস্টার।