Hardik Pandya Divorce: ডিভোর্স সারা, তবুও পুরনো বউয়ের সোশ্যাল অ্যাকাউন্টে নজর হার্দিকের, নাতাশা ফটো পোস্ট করতেই প্রকাশ্যে যা করলেন হার্দিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Divorce: হার্দিকের কাজ অনেক, ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা গেছেন কিন্তু নজর রয়েছে পুরনো বউয়ের ইনস্টাগ্রাম পোস্টে!
advertisement
1/5

: ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। ভারত বনাম শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া।
advertisement
2/5
হার্দিক অধিনায়ক হতে হতে মিস করে গেলেনটি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। এরপরে হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হিসাবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সূর্যকুমার যাদব এগিয়ে থাকার কারণে হার্দিক অধিনায়ক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
advertisement
3/5
হার্দিক ও নাতাশার ডিভোর্স হয়ে গেছেহার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ১৯ জুলাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেখানে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন। ১ জানুয়ারি, ২০২০তে একটি গ্র্যান্ড পার্টিতে দু'জন বাগদান করেছিলেন এবং তারপরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের গাঁটছড়া বাঁধেন।
advertisement
4/5
নাতাশ তাঁর ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গেছেননাতাশা তাঁর ছেলে অগস্ত্যের সঙ্গে সার্বিয়ায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তিনি কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ফটোতে নাতাশাকে তাঁর ছেলের সঙ্গে ডাইনোসর পার্কে ঘুরতে দেখা গেছে।
advertisement
5/5
নাতাশার ছবি নিয়ে হার্দিকের মন্তব্যনাতাশা ও ছেলে অগস্ত্যের ফটোতে নিজের একাধিক কমেন্ট করেছেন৷ ফটোটি পোস্ট হওয়ার পরেই হার্দিক ফটোটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পোস্টে মন্তব্যও করেছেন। তিনি উভয় পোস্টে বিভিন্ন ইমোজি রেখেছেন, সেখানে যেমন ইভিল আই রয়েছে তেমনিই রয়েছে লাল হৃদয়ের ইমোজিও৷