Hardik Pandya Marriage: এবার হিন্দু মতে বিয়ে করলেন হার্দিক-নতাসা, দেখুন ওয়েডিং অ্যালবাম
- Published by:Sudip Paul
Last Updated:
Hardik Pandya Marriage: ২০২০ সালে নতাসা স্তানোকোভিচকে আইনি মতে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। ৩ বছর পর ১৪ ফেব্রুয়ারি ছেলে সহ ফের নতাসাকে সামাজিকভাবে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। ২ দিনের ব্যবধানে হিন্দু মতে বিয়ে করলেন হার্দিক-নতাসা।
advertisement
1/8

২০২০ সালে আইনি মতে নতাসা স্তানোকোভিচকে বিয়ে করেছিলেন হার্দিক পান্ডিয়া। সামাজিক বিয়ে েসই সময় হয়নি। গত ১৪ েফব্রুয়ারি ছেলে কোলে নিয়ে ফের নতাসাকে বিয়ে করেন হার্দিক।
advertisement
2/8
নতাসা যেহেতু খ্রীষ্টার্ন তাই ১৪ ফেব্রুয়ারি নতাসাকে খ্রীষ্টান মতে বিয়ে করেছিলেন হার্দিক। সেই বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হার্দিক।
advertisement
3/8
২ দিন যেতে না যেতেই বৃহস্পতিবার ফের একবার বিয়ে করলেন হার্দিক। এবার নতাসাকে হিন্দু মতে বিয়ে করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। মালা বদল থেকে সিঁদুর দান, হল সবকিছুই।
advertisement
4/8
হার্দিক পন্ডিয়া সুন্দর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শোর করেছেন হার্দিক। শেরওয়ানিতে হার্দিক ও শাড়িতে অপরূপ দেখিয়েছে এই জুটিকে। মালা বদলের সময় হার্দিক ও নতাসাকে মজা করতে দেখা যায়।
advertisement
5/8
মালা বদলের পর হিন্দু রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে সাত পাঁকে বাধা পড়েন হার্দিক পান্ডিয়া ও নতাসা স্তানোকোভিচ। হাতে হাত রেখে সাত জন্মের বন্ধবে আবদ্ধ হন দুজনে।
advertisement
6/8
এরপর সেই বহু প্রতীক্ষিত সিঁদুর দানের রীতি। নতাসাকে সিঁদুর পরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বিশেষ মুহূর্ত দুজনকেই খুব মিষ্টি দেখিয়েছে।
advertisement
7/8
এরপর খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ফটো শুট করেন হার্দিক ও নতাসা। রোমান্টিক মুডে ধরা দেন দুজনে। সেই সময় উপর থেকে পুষ্প বৃষ্টি করা হয়।
advertisement
8/8
হিন্দু মতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হার্দিক পান্ডিয়া লিখেছেন "এখন এবং সারাজীবন"। হার্দিক ও নতাসাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ফ্যানেরা।