TRENDING:

Happy Birthday Virat Kohli: অনুষ্কাকেও দেবে টেক্কা! কোহলির 'জীবনে' রয়েছে আরও এক 'সুন্দরী'! ছবি দেখলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Happy Birthday Virat Kohli: বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহলের অভাব নেই ফ্যানেদের। আপনারা কী জানেন,শুধু অনুষ্কা শর্মা নয়, কোহলির 'জীবনে' রয়েছে আরও এক সুন্দরী। যিনি রূপে টেক্কা দিতে পারেন অনুষ্কা শর্মাকেও।
advertisement
1/10
Virat Kohli: অনুষ্কাকেও দেবে টেক্কা! কোহলির  'জীবনে' রয়েছে আরও এক  'সুন্দরী'!
৩৬-এ পা দিলেন টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলি। মধ্যরাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট। ভারতীয় দলের দেড় দশকের বেশি সময় কাটিয়ে ফেললেও রাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহলের অভাব নেই ফ্যানেদের।
advertisement
2/10
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেটের এই তারকা জুটি সব সময় চর্চায় থাকেন। আপনারা কী জানেন,শুধু অনুষ্কা শর্মা নয়, কোহলির 'জীবনে' রয়েছে আরও এক সুন্দরী। যিনি রূপে টেক্কা দিতে পারেন অনুষ্কা শর্মাকেও।
advertisement
3/10
অনুষ্কার মতো হয়তো গ্ল্যামার জগতের সঙ্গে তিনি যুক্ত নন। কিন্তু তা সত্ত্বেও তাঁর গ্ল্যামার চোখে পড়ার মতোই। তাকে দেখেও চোখ ফেরানো যায় না। যার লুকস ও হটনেসের প্রশংসা করেন সকলেই। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে সেই সুন্দরী কে?
advertisement
4/10
সেই সুন্দরী আর কেউ নয়, বিরাট কোহলির নিজের বৌদি চেতনা কোহলি। তিনি চেতনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কয়েকবছর আগে। তাদের একটি পুত্র সন্তানও আছে যার নাম আর্য।
advertisement
5/10
চেতনা নিজের রূপ ও ফিগার নিয়ে খুবই সচেতন। নিয়মিত জিম করে নিজের শরীরেকে চিকন রাখেন। এছাড়াও জগিং, ডায়েট মেনে খাওয়া-দাওয়া কোনও কিছুতেই কমতি রাখেন না বিরাট কোহলির বৌদি।
advertisement
6/10
সোশ্যাল মিডিয়াতেই বেশ সক্রিয় বিরাট কোহলির বৌদি চেতনা কৌহলি । নিজের ঘন ঘন ছবিও শেয়ার করেন তিনি। চেতনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলি থেকেই বোঝা যায় সে কতটা সুন্দরী।
advertisement
7/10
সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির বৌদির ফ্যান ফলোয়ার্সও কম নয়। তাঁর ছবি শেয়ার কর পরই লাইক, লাভ, কমেন্টের বন্যায় বয়ে যায়। বিশেষ করে শাড়ি পড়া ছবিগুলিতে খুবই হট দেখায় চেতনা কোহলিকে। যেখানে অনেকেই বলে শাড়ি পড়া লুকসে অনুষ্কাও বলে বলে ১০ গোল দেন বিরাট কোহলির সুন্দরী বৌদি।
advertisement
8/10
একাধিক পারিবারিক অনুষ্ঠানেও গোটা পরিবারকে একসঙ্গে দখতে পাওয়া যায়। খেলার বাইরে সময় পেলে গোটা পরিবারকে নিয়েও সময় কাটান বিরাট। সেই সকল অনুষ্ঠানের ছবিতেও গ্ল্যামারাস দেখায় চেতনাকে।
advertisement
9/10
হট ও গ্ল্যামারাস হলেও, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কোনও যোগ নেই অনুষ্কা শর্মার জা চেতনা কোহলির। তিনি একজন হোম মেকার, প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে বিকাশ কোহলির সঙ্গে তাঁকেও দেখা যায়।
advertisement
10/10
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সঙ্গেও সম্পর্ক বেশ ভালো বিকাশ কোহলি ও চেতনা কোহলির। আলাদা থাকলেও, পারিবারিক বিষয়ে তারা সকলেই একসঙ্গে অংশ নেন। একসঙ্গে না থাকলেও তাদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো।
বাংলা খবর/ছবি/খেলা/
Happy Birthday Virat Kohli: অনুষ্কাকেও দেবে টেক্কা! কোহলির 'জীবনে' রয়েছে আরও এক 'সুন্দরী'! ছবি দেখলে অবাক হয়ে যাবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল