HBD Shikhar Dhawan|Ayesha Mukherjee: facebook-এ দশ বছরের বড় মেয়ের সঙ্গে প্রেম, ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদ! বর্ণময় শিখর ধাওয়ান
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Happy Birthday Shikhar Dhawan|Shikhar Shwan As Gabbar|Ayesha Mukherjee|Indian Cricket Team|BCCI|IndVsNz: ক্রিকেট মাঠের দাপুটে খেলোয়াড়ের প্রেমের জীবনে বড় ধাক্কা!
advertisement
1/6

ভারতীয় ক্রিকেটের গব্বর ওরফে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) আজ জন্মদিন (Happy Birthday Shikhar Dhawan) আজ ৷ ক্রিকেট মাঠের এই দাপুটে খেলোয়াড়ের প্রেমের জীবন ততটা সুখকর হয়নি ৷ এই বছরই সেপ্টেম্বরে স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
শিখর ধাওয়ানের থেকে ১০ বছরের বড় ও দুই সন্তানের মা আয়েশার সঙ্গে অনেক স্বপ্ন নিয়েই ঘর বেঁধেছিলেন ৷ আয়েশার পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করে ৷ আয়েশার বাবা বাঙালি ও মা ব্রিটিশ ৷ পেশায় কিক বক্সার আয়েশার দ্বিতীয় বিয়ে এটাই ৷ ফেসবুকেই আলাপ শিখর ও আয়েশার এরপরে ২০১২ বিয়ে সেরে ফেলেন বিয়ে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
কেউই ভাবতে পারেননি যেই যাত্রা ফেসবুকে শুরু হয়েছিল সেটি শেষ হয় ইনস্টাগ্রামে ৷ ২০১২-তে বিয়ে হওয়ার পরে ২০১৪ সালে ছেলে জোরাবরের জন্ম হয় ৷ ৯ বছরের বিবাহিত জীবনের পরি সমাপ্তির খবর পাওয়া যায় ইনস্টাগ্রামের মাধ্যমে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
মেলবোর্নের বাসিন্দা আয়েশা মুখোপাধ্যায়ের বিয়ে প্রথমে এক অস্ট্রেলীয় ব্যবসায়ীর সঙ্গে হয় ৷ তাঁর একটি মেয়েও আছে ৷ আয়েশার ইনস্টাগ্রাম পোস্ট দেকে বুঝতে পারা যায় যে ছেলের জোরাবর তাঁর সঙ্গেই থাকে ৷ মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় সন্তানদের ছবি আপলোড করে থাকেন আয়েশা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
ভারতের হয়ে এখনও পর্যন্ত শিখর ধাওয়ান ৩৪টি টেস্ট, ১৪৫টি একদিনের ম্যাচ, ৬৭টি টি ২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৷ শিখর দাওয়ান টেস্ট ম্যাচে ২,৩১৫, একদিনের ম্যাচে ৬,১০৫ ও টি ২০ আন্তর্জাতিকে ১,৭৫৯ রান করেছেন ৷ মোট ২৪টি সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
বর্তমানে শিখর ধাওয়ান সিঙ্গেল ৷ বিবাহ বিচ্ছেদের পরে আপাতত কোনও সম্পর্কে সঙ্গে যুক্ত নন ৷ দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে ভারতীয় দলের জন্য বাছাই করা হতে পারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷