ভারতীয় মহিলা টেনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জন্মদিনে ফিরে দেখা সানিয়া মির্জার কেরিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
১৫ নভেম্বর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ৩৬ তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টেনিস সুন্দরী। জন্মদিনে ফিরে দেখা সানিয়ার কেরিয়ার।
advertisement
1/8

১৯৮৬ সালের ১৫ নভেম্বর হায়দরাবাদে জন্ম সানিয়া মির্জার। ছোট বেলা থেকেই টেনিসের প্রতি ভালোবাসা ছিল তার। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত ভারতীয় টেনিস সর্বোচ্চ রেকর্ডধারী খোলোয়ার তিনি।
advertisement
2/8
২০১৩ সালে সিঙ্গেলস টেনিস খেলা ছেড়ে দিয়েছিলেন সানিয়া মির্জা। নিজের সিঙ্গেলস কেরিয়ারে সানিয়া মির্জার সর্বাধির র্যাঙ্ক ছিল ২৭। তবে ডাবলস ও মিক্সড ডাবলসেই বেশি সফল সানিয়া ।
advertisement
3/8
প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন টেনিস সুন্দরী। ২০১৫ সালে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি টানা ৪৪টি ম্যাচ জয়ের রেকর্ড করেছিলেন।
advertisement
4/8
তার ঝুলিতে রয়েছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস। মিক্সড ডাবলস ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন মির্জা।
advertisement
5/8
মহিলাদের ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন সানিয়া।
advertisement
6/8
অসামন্য কেরিয়ারে জন্য খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ ও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় মহিলা টেনিস তারকা। এছাড়াও একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
advertisement
7/8
২০১০ সালে ১২ এপ্রিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। বিয়ের বছরে গুগলের সর্বাধিক সার্চ করা মহিলা টেনিস খেলোয়ার ছিলেন তিনি। ২০১৮ সালে সানিয়ার একটি পুত্র সন্তান হয়, নাম ইজান মির্জা মালিক
advertisement
8/8
ইতিমধ্যেই নিজের অবসরের সময়ও জানিয়ে দিয়েছেন সানি। ৩৬ তম জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় টেনিস সুন্দরী।