Sachin Tendulkar Car Love: ফেরারি থেকে বিশেষ BMW, বার্থডে বয় সচিনের গ্যারাজে কী সব গাড়ি রয়েছে জানেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
১৯৮৯ সালে সচিন এই গাড়িটি কিনতে পেরেছিলেন। (Sachin Tendulkar Car Love)
advertisement
1/6

'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের জন্মদিন রবিবার। ২৪ এপ্রিল ২০২২ সালে সচিন ৪৯ বছরে পা দিলেন। গাড়ির শখ বহুদিনের তাঁর। জানেন সচিনের গ্যারাজে কী ধরনের গাড়ি রয়েছে? দেখুন...
advertisement
2/6
সচিনের জীবনে গাড়ির যাত্রা শুরু হয়েছিল মারুতি ৮০০ গাড়ির মডেল দিয়ে। ১৯৮৩ সালে ভারতে প্রথম এই গাড়ি লঞ্চ হয়েছিল। ১৯৮৯ সালে সচিন এই গাড়িটি কিনতে পেরেছিলেন। (Sachin Tendulkar Car Love)
advertisement
3/6
সচিনের গ্যারাজে রয়েছে লাল রঙের এই ফেরারি ৩৬০ মোডেনা মডেলটি। মাইকেল শুমাখার সচিনকে এই গাড়িটি উপহার দিয়েছিলেন। ফরমুলা ওয়ানের অন্যতম তারকা মাইকেল শুমাখার। ২০০২ সালে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলার পর সচিনকে এই গাড়িটি উপহার দেন শুমাখার। পরে এই গাড়িটি সুরাতের এক ব্যবসায়ীকে বিক্রি করবেন সিদ্ধান্ত নেন।
advertisement
4/6
সচিনের গ্যারাজে এই রক্তলাল রঙা নিসান জিটি-আর মডেলের গাড়িটি রয়েছে। সাধারণ কোনও জিটি-আর নয়, এটি জিটি-আর ইগোইস্ট। স্পেশ্যাল লাক্সারি গাড়ি, বিশেষ অর্ডারের ফলেই তৈরি হয় এমন গাড়ির মডেল। ২০১৭ সালে এই গাড়িটিও বিক্রি করে দেন সচিন।
advertisement
5/6
সচিনের গাড়ির কালেকশনে রয়েছে এই নীল রঙের BMW X5M SUV। ২০০২ সালে এই গাড়িটি কিনেছিলেন সচিন। BMW-র গাড়ি খুবই পছন্দ করেন তিনি। এই গাড়িটি ভারতের বাজারে খুবই বিরল একটি মডেল। ২০১৮ সালে এই গাড়িটিও বিক্রি করার সিদ্ধান্ত নেন সচিন।
advertisement
6/6
ডিসি-র করা ডিজাইনে সচিনের কাছে রয়েছে BMW i8। এই স্পোর্টস গাড়িটিও বিশেষ ভাবে তৈরি। ২০১২ সাল থেকে BMW কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সচিন। BMW i8 গাড়িটি একেবারেই সচিনের পছন্দ মতো তৈরি করে দিয়েছে এই সংস্থা।