Happy Birthday Kieron Pollard: গুন্ডাদের মাঝে বড় হয়েছেন, একবেলা খেয়ে কেটেছে এই তারকা ক্রিকেটারের ছোটবেলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Happy Birthday Kieron Pollard: অপরাধীদের ভিড় থাকত ওই এলাকায়। সব সময় মারামারি, ড্রাগসের বেচাকেনা চলত। সেখানেই মানুষ এত বড় ক্রিকেটার!
advertisement
1/6

আজ তাঁর ৩৫তম জন্মদিন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সেই কায়রন পোলার্ডের ছোটবেলা কিন্তু কেটেছে বেশ কষ্টে।
advertisement
2/6
টি-২০ ক্রিকেটে ১১ হাজারের বেশি রান রয়েছে কায়রন পোলার্ডের। ৫৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। একটি সেঞ্চুরিও রয়েছে। তবে তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পথ এত সহজ ছিল না।
advertisement
3/6
পোলার্ডের জন্মের পর তাঁর বাবা আলাদা হয়ে যান। পোলার্ডের মা তাঁকে নিয়ে ভীষণ কষ্টে ছিলেন. একবেলা খেয়ে দিন কাটত পোলার্ড ও তাঁর মায়ের।
advertisement
4/6
পোর্ট অফ স্পেনের টকারিগুয়া নামের এক জায়গায় মানুষ হয়েছেন. সেখানে ছিল এলাকার বেশিরভাগ গুন্ডাদের আড্ডা। অপরাধীদের ঠেকের মাঝেই মানুষ হয়েছেন পোলার্ড।
advertisement
5/6
অপরাধীদের মাঝে মানুষ হলেও ক্রিকেট নিয়ে মেতে থাকতেন পোলার্ড. মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি ক্রিকেট খেলা শুরু করেন।
advertisement
6/6
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন পোলার্ড। তবে এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যদিও পোলার্ডকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে।