Sunil Chhetri Birthday: আজ সুনীল ছেত্রীর জন্মদিন! ভারতের ফুটবল আইকনকে সেলাম গোটা দেশের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সুনীল জানিয়েছেন পরের বছর ভারতের জার্সিতে এশিয়ান কাপ তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য
advertisement
1/8

প্রায় ৪০ বছরের কাছাকাছি এসেও সুনীলের ফিটনেস সমস্যা নেই। অনেক তরুণ ফুটবলারদের থেকেও তিনি এগিয়ে
advertisement
2/8
এশিয়ান গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করবেন সুনীল। চিনের মাটিতে অধিনায়কের দায়িত্ব থাকবে তার কাঁধে
advertisement
3/8
সিক্স প্যাক, নির্মেদ শরীর এবং নিজেকে টানা ফিট রেখে যাওয়ার মন্ত্র সুনীলের ডেইলি রুটিন। এই কারণেই তিনি ফুটবলের আইকন
advertisement
4/8
সুনীল ছেত্রীর অন্যতম কাছের বন্ধু ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলি। সুনীলকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইকন মনে করেন কোহলি
advertisement
5/8
আন্তর্জাতিক ফুটবলে গোল করার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই আছেন সুনীল। একটা ভারতের মতো ফুটবলে পিছিয়ে থাকা দেশের কাছে এটা গর্বের ব্যাপার
advertisement
6/8
সুনীল আর কয়েক মাস পরেই প্রথমবারের জন্য বাবা হতে চলেছেন। তার বাঙালি স্ত্রী সোনম ভট্টাচার্য ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা
advertisement
7/8
সুনীল জানিয়েছেন পরের বছর ভারতের জার্সিতে এশিয়ান কাপ তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য। তারপর অবসর নেবেন কিনা কিছু বলেননি
advertisement
8/8
সুনীলের স্ত্রী জানিয়েছেন তারা প্রথমে দুজনে খুব ভালো বন্ধু, সেই কারণেই বিয়ের আগে এত বছর সম্পর্ক টিকে ছিল