Wriddhiman Saha: ভাত, ডাল, মাছ, মিষ্টিতে জামাইষষ্ঠী ঋদ্ধিমানের, 'সাদামাটা জীবন' বোধ হয় একেই বলে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wriddhiman Saha: অনাড়ম্বর জামাইষষ্ঠী পালন ঋদ্ধির।
advertisement
1/5

কে বলবে, এবার তিনি আইপিএল খেতাবজয়ী দলের সদস্য ছিলেন। এতটা সাদামাটা জীবন কি চ্যাম্পিয়নকে মানায়! তবে ঋদ্ধিমান সাহা কবেই বা ঝা চকচকে জীবনে বিশ্বাসী! তিনি সাধারণের মধ্যে অসাধারণ।
advertisement
2/5
যতই দেশ-বিদেশে দাপট নিয়ে ক্রিকেট খেলুন, আজকের দিনে তিনি একেবারে ঘরের জামাই। বাংলার ছেলে ঋদ্ধিমান তাই হাজির শ্বশুরবাড়িতে।
advertisement
3/5
বরাবরই সাদামাটা ঋদ্ধিমান। জামাইষষ্ঠীতে তাই তিনি আহামরি কিছু করবেন, তা আন্দাজ করাও বোকামি। ঋদ্ধি আর পাঁচজনের মতোই কাটালেন জামাইষষ্ঠী।
advertisement
4/5
ভাত, ডাল, মাছ, মিষ্টিতে জামাইষষ্ঠী ঋদ্ধিমান সাহার। একেবারে সাদামাটা খাবার। একেবারে আড়ম্বরহীন বললেও হয়তো কম বলা হবে।
advertisement
5/5
আইপিএল খেতাব জিতেছেন। এবার কিছুদিন ছুটি কাটানোর পালা। ঋদ্ধিমান কয়েকদিনের মধ্যেই যাবেন বিদেশে। তার পর ফিরে এসে সিএবির কাছে চাইবেন এনওসি। তবে সিএবি আরেক দফায় তাঁকে বোঝাবে বলে খবর।