IPL 2025: ব্যর্থ বিরাট, বিধ্বংসী বাটলার! গুজরাতের বিরুদ্ধে চলতি আইপিএলে প্রথম হার আরসিবির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2025: টানা দুম্যাচ জয়ের পরে হারের মুখ দেখল বেঙ্গালুরু। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাট করে ১৬৯ রান করে বেঙ্গালুরু।
advertisement
1/5

টানা দুম্যাচ জয়ের পরে হারের মুখ দেখল বেঙ্গালুরু। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাট করে ১৬৯ রান করে বেঙ্গালুরু।
advertisement
2/5
লিয়াম লিভিংস্টোন (৪০ বলে ৫৫), জিতেশ শর্মা (২১ বলে ৩৩) এবং টিম ডেভিড (১৮ বলে ৩২) ছাড়া কেউই আরসিবির হয়ে ব্যাট হাতে কিছু করতে পারেননি।
advertisement
3/5
বুধবার গুজরাতের বিরুদ্ধে মাত্র ৬ বলে ৭ করে আউট হন কোহলি। বেঙ্গালুরুর হয়ে ৩টি উইকেট নেন সিরাজ এবং ২টি উইকেট নেন সাই কিশোর।
advertisement
4/5
জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেটেই প্রয়োজনীয় রান তুলে দেয় গুজরাত।
advertisement
5/5
গুজরাতের হয়ে ৩৯ বলে ৭৩ করে অপরাজিত থাকেন বাটলার। সাই সুদর্শন করেন ৩৬ বলে ৪৯ রান, রাদারফোর্ড অপরাজিত থাকেন ১৮ বলে ৩০ রানে।