Sara and Shubman Gill: ‘লুকিয়ে ভালবাসব’- বিশ্বকাপের মধ্যে ফের ডেটিং, এবার কোথায় ধরা পড়লেন সারা-শুভমান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sara and Shubman Gill: এবার কার বাড়ি থেকে রাতে বেরোতে গিয়ে ধরা পড়লেন...
advertisement
1/6

সারা তেন্ডুলকর ও শুভমানকে নিয়ে গসিপ চলছেই৷ বিশ্বকাপের মধ্যেও নিয়মিতই দেখা হচ্ছে নাকি প্রেমে থাকা কপোত-কপোতীর৷ এরই মধ্যে তাঁদের ডেটিং রিউমারে আরও ঘি পড়ল৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর আর ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফের দেখা করলেন দুজনে৷ এবার দেখা করলেন রাতে৷ চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার বাড়িতে সারা অনেক রাতে দেখা যায়৷ তাঁকে ঘরের ভেতরে ঢুকতে ও বের হতে দেখা যায়। ওয়াকিবহাল মহলের ধারণা, ভারতের তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি৷
advertisement
2/6
সম্প্রতি, শুভমান গিল সোশ্যাল মিডিয়ায় বিধু বিনোদ চোপড়া প্রযোজিত 12th fail- র প্রশংসা করেছিলেন। বলা হচ্ছে, বিধু বিনোদ চোপড়া সারা-শুভমানকে এই সিনেমা দেখার জন্য নিজের বাড়িতে ডেকেছিলেন।
advertisement
3/6
এদিকে এই খবরও দীর্ঘদিন ধরেই হাওয়ায় ভাসে যে সারা চলচ্চিত্রে অভিনয় করতে চান৷
advertisement
4/6
এদিকে করণ জোহরের একটি শোতে সারা আলি খানকে শুভমান নিয়ে প্রশ্ন করা তিনিও ইঙ্গিতে বুঝিয়ে দেন তাঁর সঙ্গে নয় শুভমানের সঙ্গে ডেট করেন অন্য সারা ৷
advertisement
5/6
স্টেডিয়ামে পৌঁছে উল্লাসসারা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনালের গ্যালারিতে হাজির ছিলেন৷ শুভমানের ইনিংস চলাকালীন দর্শকাসন থেকে সারা হাততালি দিয়ে তাঁকে উৎসাহিত করেছিলেন।
advertisement
6/6
জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছেকয়েকদিন আগে Jio World Plaza-এর উদ্বোধনে একসঙ্গে দেখা গিয়েছিল সারা ও শুভমানকে। মিডিয়ার ক্যামেরাতেও দু-জনকে একসঙ্গে দেখেছে। ।