T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! এবার লক্ষ্য শুধু ট্রফি জয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর বিশ্বক্রিকেটে উড়ল ভারতীয় পতাকা। রাজত্ব করা কাকে বলে তা বুঝিয়ে দিল রোহিত শর্মার দল।
advertisement
1/6

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা হয়নি। এছাড়া আইসিসি ট্রফিতে ভারতের ট্রফির খরা নিয়ে আলোচনা হয় এখনও।
advertisement
2/6
আইসিসি ট্রফি জিততে না পারার আক্ষেপ রয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও। তবে এই জায়গাটুকু বাদ দিলে এই ভারতীয় দল যে বিশ্বের সেরা দল তা পারফরম্যান্সের জোরে বারবার প্রমাণ করেছে টিম ইন্ডিয়া।
advertisement
3/6
এবার আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর বিশ্বক্রিকেটে উড়ল ভারতীয় পতাকা। রাজত্ব করা কাকে বলে তা বুঝিয়ে দিল রোহিত শর্মার দল।
advertisement
4/6
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ছিল ভারত। ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় নয়, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ওসিংহাসে বসল টিম ইন্ডিয়া।
advertisement
5/6
৯ টেস্টে ৬টি জয়। ৬৮.৫১ শতাংশ জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়েশীর্ষে ভারত। ১২১ পয়েন্ট নিয়ে ওডিআই ও ২৬৬ পয়েন্ট নিয়ে টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত।
advertisement
6/6
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তারপর সরাসরি টি-২০ বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। মাঝে আর কোনও সিরিজ নেই। ফলে ৩ ফর্ম্যাটে বিশ্বসেরা হয়েই টি-২০ বিশ্বকাপে নামবে ভারত। যা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার শুধু লক্ষ্য আইসিসি ট্রফির খরা কাটানো।