KKR News: কেটে গেল সব চিন্তা? বড় সুখবর পেল কেকেআর! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে বড় সুখবরের ইঙ্গিত পেল কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা।
advertisement
1/6

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে বড় সুখবরের ইঙ্গিত পেল কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা।
advertisement
2/6
বৃহস্পতি ও শুক্রবার আভাস পাওয়া গিয়েছিল এখনও পুরোপুরি ফিট নয় কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নীতশ রানা জানিয়েছিলেন প্রয়োজনে কয়েকটি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন।
advertisement
3/6
এমন সব খবর সামনে আসার পরই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কী মরশুমের শুরু থেকে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে? যা চিন্তা বাড়িয়েছে কেকেআর ফ্যানেদের। যদিও এবার হয়তো কেটে গেল সব আশঙ্কা।
advertisement
4/6
ম্যাচের আগে শ্রেয়স আইয়ার জানান,"ডাক্তার কী বলল,চোটের কী পরিস্থিতি এইসকল বিষয় নিয়ে আমি ভাবতে রাজি চাই না। পনি যখন অতিরিক্ত চিন্তা করেন, তখন চোটের দিকে আপনার মনোযোগ বেড়ে যায়। খেলা তেকে ফোকাস সরে যায়। আমি খেলায় মনোযোগ দিতে চাই।"
advertisement
5/6
এছাড়াও শ্রেয়স বলেন,"আমি আত্মবিশ্বাসী। এই মুহুর্তে আমি যদি নিজের দিকে তাকাই, আমি অনুভব করছি যে, সম্ভাব্য সেরা ফর্মে রয়েছি। আমি নিয়মিত অনুশীলন করছি। উন্নতি করছি। প্রতিযোগিতা শুরুর আগে নানা বিতর্ক রয়েছে। নিজেকে ব্যাটার এবং অধিনায়ক হিসেবে প্রমাণ করাটাই আমার লক্ষ্য।"
advertisement
6/6
নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন শ্রেয়স। জানিয়েছেন,"আমার একটাই লক্ষ্য আইপিএল জেতা ও দলের হয়ে নিজের সেরাটা দেওয়া।" একইসঙ্গে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়স মেন্টর।