TRENDING:

Gold In Karate Championship: কলকাতাকে টেক্কা কাঁথির, মফস্বল দাপাল ক্যারাটের ফ্লোর, বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ন’টি সোনা জিতে রাজ্যে সেরা

Last Updated:
মফস্বল থেকে রাজ্য জয়, ক্যারাটেতে নতুন দিশা দেখাল কাঁথির ছেলেরা। ১৪তম শোটোকান অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নজর কেড়েছে কাঁথির প্রতিযোগীরা। নয়জন প্রতিযোগী সোনা জিতে প্রথম স্থান অধিকার করেছে। আরও চারজন জিতেছে রুপো।
advertisement
1/6
কলকাতাকে টেক্কা কাঁথির,মফস্বল দাপাল ক্যারাটের ফ্লোর,বেঙ্গল ক্যারাটেতে ন’টি সোনা
বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাঁথির জয়। রাজ্যের সব জেলার প্রতিযোগীদের পিছনে ফেলে বড় সাফল্য পেল কাঁথির ক্যারাটে খেলোয়াড়রা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজেদের দক্ষতার প্রমাণ দিল তারা। ১৪তম শোটোকান অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নজর কেড়েছে কাঁথির প্রতিযোগীরা। নয়জন প্রতিযোগী সোনা জিতে প্রথম স্থান অধিকার করেছে। আরও চারজন জিতেছে রুপো। রাজ্যজুড়ে প্রশংসা কুড়োচ্ছে এই সাফল্য।
advertisement
2/6
মডার্ন শোটোকান ক্যারাটে অফ ইন্ডিয়ার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাওড়ার আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১৪তম শোটোকান অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ক্যারাটে প্রেমীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে লড়াইয়ের মঞ্চ। কঠিন নিয়ম ও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই চলে লড়াই।
advertisement
3/6
এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ১৩ জন ক্যারাটে প্রতিযোগী। দীর্ঘদিনের কঠোর অনুশীলনের ফল মেলে ময়দানে। একের পর এক ম্যাচে সাফল্য পেতে থাকে কাঁথির খেলোয়াড়রা। তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে নয়জন প্রতিযোগী সোনার জিতে প্রথম স্থান অধিকার করে। বাকি চারজন রুপোর পদক পেয়ে দ্বিতীয় স্থানে থাকে।
advertisement
4/6
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিজ্ঞ ও দক্ষ প্রতিযোগীদের হারিয়ে এই সাফল্য ছিনিয়ে নেয় কাঁথির দল। মফস্বল এলাকা থেকেও যে বড় মঞ্চে সাফল্য সম্ভব, তা প্রমাণ করে দিল এই ১৩ জন খেলোয়াড়। রাজ্য জয়ের পর তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন তাদের লক্ষ্য আরও বড়। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে নিজেদের প্রমাণ করতে চায় তারা। দেশ জয়ের স্বপ্ন দেখছে কাঁথির এই ক্যারাটে দল।
advertisement
5/6
ক্যারাটে প্রশিক্ষক শেখ আকবর ওরফে গোপাল বলেন, সীমিত সুযোগ ও নানা প্রতিকূলতার মধ্যেও এই সাফল্য অত্যন্ত গর্বের। মফস্বল এলাকার ছাত্রছাত্রীরাও যে রাজ্যস্তরে নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারে, তা এই ফলাফলেই স্পষ্ট। তিনি জানান, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলাই এই সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতে এই খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও বড় সাফল্য পাবে বলে আশাবাদী তিনি।
advertisement
6/6
এই সাফল্যে খুশির হাওয়া কাঁথি জুড়ে। খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বসিত অভিভাবকরাও। সন্তানের এই কৃতিত্বে গর্বিত তারা। জেলার ক্রীড়ানুরাগীরাও অভিনন্দন জানিয়েছেন। অনেকে মনে করছেন, এই সাফল্য কাঁথির ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। ভবিষ্যতে আরও বেশি ছেলেমেয়ে ক্যারাটের মতো খেলায় আগ্রহী হবে বলেই আশা করা হচ্ছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বাংলা খবর/ছবি/খেলা/
Gold In Karate Championship: কলকাতাকে টেক্কা কাঁথির, মফস্বল দাপাল ক্যারাটের ফ্লোর, বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ন’টি সোনা জিতে রাজ্যে সেরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল