GK: ক্রিকেট নিয়ে তো খুব হইচই করেন, বলুন তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছয় কে মেরেছিল?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Which Cricketer Hit The First Six In International Cricket: টি-২০ ক্রিকেটের যুগে চার-ছক্কার জোয়ারে গা ভাসালেও ক্রিকেটের অনেক তথ্যই রয়েছে যা এখনও অনেকের অজানা।
advertisement
1/6

বর্তমানে দেশের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। তবে ক্রিকেটের এমন অনেক তথ্যই রয়েছে যা এখনও অনেকের অজানা। বলুন তো, ক্রিকেট ইতিহাসে প্রথম ছয় কে মেরেছিল? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই।
advertisement
2/6
প্রায় ১৫০ বছরের কাছাকাছি হতে চলল টেস্ট ক্রিকেটের ইতিহাসের। তথ্য অনুযায়ী ১৮৭৭ সালে হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। তারপর দশকের পর দশক নানা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে ক্রিকেট। টেস্ট, ওডিআই-এর পর বর্তমানে টি-২০ ক্রিকেটের যুগ। ক্রিকেটের ইতিহাসও কম নয়।
advertisement
3/6
টেস্ট ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ম্যাচের পর প্রথম ছয় হতে সময় লেগেছিল ২১ বছর। অবাক লাগলেও এটাই সত্যি। প্রথম টেস্ট খেলার প্রায় ২১ বছর পর ১৮৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জো ডার্লিং। যা চিরকাল ইতিহাসের পাতায় থেকে যাবে।
advertisement
4/6
প্রথম ছক্কা দেখতে টেস্ট ক্রিকেটকে ৫৫তম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এর কারণ ছক্কা মারতে তখন বল মাঠের বাইরে পাঠাতে হত। শুধু বাউন্ডারি পার করলে ছয় হত না। ১৮৯৮ সালে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ছক্কাটি নেরেছিলেন জো ডার্লিং।
advertisement
5/6
সেই সময়ের নিয়ম অনুযায়ী তাঁকে বল পাঠাতে হয়েছিল স্টেডিয়ামের বাইরে। ওই ইনিংসে আরও দুটি ছয় মেরেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা মারার কারণেই শুধু নয়, অন্য কারণেও ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন জো ডার্লিং। টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাঁহাতি ব্যাটসম্যান তিনি।
advertisement
6/6
এছাড়াও এক সিরিজে ৩টি সেঞ্চুরি করার প্রথম কীর্তিও রয়েছে জো ডার্লিংয়ের দখলে। এছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম এক সিরিজে ৫০০-র বেশি রান করা ব্যাটার। ৩৪ টেস্টে ২৮.৫৬ গড়ে ১৬৫৭ রান রয়েছে জো ডার্লিংয়ের। এছাড়া ২১ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন হেরেছেন মাত্র ৪টিতে। তিনটি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।