আপনি ব্রাজিল সমর্থক নাকি? নেইমার ছাড়া বাকিদের চেনেন তো? দেখুন ছবি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Get to know about Brazil team first 11 footballers in Qatar World Cup before first match against Serbia. জোগা বোনিতোর অপেক্ষায় ফুটবল বিশ্ব! সাম্বা ঝড়ের প্রহর গোনা শুরু
advertisement
1/11

কাতার বিশ্বকাপে খেলতে আসার আগে ইতালির তুরিন বেস ক্যাম্প করেছিল ব্রাজিল। এই গ্রুপ ছবি কাতার উড়ে আসার আগে
advertisement
2/11
ব্রাজিল গোলের তলায় ভরসার অপর নাম অ্যালিসন বেকার। এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন ব্রাজিল দলের শেষ প্রহরী
advertisement
3/11
ব্রাজিলের নির্ভরযোগ্য সেন্টার ব্যাক মারকুইনোস। চেহারা ছোট হলেও দুর্দান্ত ডিফেন্ডার। নেতৃত্ব দিতে পারেন দলকে
advertisement
4/11
ব্রাজিল ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লেফট ব্যাক এলেক্স সান্দ্রো অন্যতম ভরসা। নিজেকে মেলে ধরতে মরিয়া এই ফুটবলার
advertisement
5/11
৩৮ বছর বয়সে ব্রাজিল দলের সবচেয়ে বয়স্ক ফুটবলার দানি আলভেজ। বয়স হলেও অনুমান শক্তি এবং ফিটনেস রয়েছে আগের মতই। তাই তাকে দলে নিয়েছেন তিতে
advertisement
6/11
ব্রাজিলের মাঝমাঠের অন্যতম ভরসা ডিফেন্সিস মিডফিল্ডার ক্যাসেমিরো। আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য বজায় রাখেন তিনি
advertisement
7/11
ব্রাজিলের ডিফেন্সের প্রধান ভরসা এবং অধিনায়ক থিয়াগো সিলভা। অভিজ্ঞতার জোরে নেইমারের দলের রক্ষণের কান্ডারী তিনি। কাতার হতে চলেছে সিলভার শেষ বিশ্বকাপ
advertisement
8/11
লুকাস প্যাকেটা, ব্রাজিলের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবলার এবারের বিশ্বকাপে। নিজে যেমন গোল করতে পারেন, তেমন দুর্ধর্ষ বল বাড়াতে পারেন
advertisement
9/11
ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের পরবর্তী নেইমার। অন্তত লোকে তাই বলছে। নজর রাখতেই হবে এই তরুণ উইঙ্গারের ওপর
advertisement
10/11
নেইমার ব্রাজিলের খেলা তৈরি করার মূল কান্ডারী হলেও বল ফিনিশ করার দায়িত্ব রিচারলিসনের। ব্রাজিলের নতুন নাম্বার নাইন তিনি
advertisement
11/11
কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ রাতে মাঠে নামছে বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। মধ্যমণি সেই নেইমার