IND vs SA: ১৫ মিনিট ইডেন পিচের সামনে দাঁড়িয়ে গম্ভীর! 'বায়না' অনেক কোচের! 'এমন' পিচ হলে তিনদিনে খেলা শেষ!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
IND vs SA 1st Test: কলকাতা পা রেখেই ২৪ ঘণ্টার মধ্যে ইডেনের পিচ দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর প্রথম অনুশীলনের দিনও পিচ নিয়ে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল গম্ভীরকে। IND vs SA 1st Test: কলকাতা পা রেখেই ২৪ ঘণ্টার মধ্যে ইডেনের পিচ দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর প্রথম অনুশীলনের দিনও পিচ নিয়ে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল গম্ভীরকে।
advertisement
1/6

১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। বর্তমানে কলকাতাতেই রয়েছে দুই দল। দিল্লি বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ইডেনের। মঙ্গলবার সকালে প্রথম অনুশীলন করল ভারতীয় দল।
advertisement
2/6
কলকাতা পা রেখেই ২৪ ঘণ্টার মধ্যে ইডেনের পিচ দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর প্রথম অনুশীলনের দিনও পিচ নিয়ে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল গম্ভীরকে।
advertisement
3/6
অনুশীলনের সময় পিচের সামনে শুভমান গিল, সিতাংশু কোটাক ও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে। পিচ পরীক্ষা করেও দেখেন কোচ ও অধিনায়ক।
advertisement
4/6
ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্য যে পিচ তৈরি করা হয়েছে ইডেনে তা যথেষ্ট স্পোর্টিং। পিচে হালকা ঘাস থাকলেও উইকেট শুকনো খটখটে। শনিবার পিচে শেষবার জল দেওয়া হয়েছে। ফের দেওয়া হবে বুধবার। তৃতীয় দিন থেকে বল ঘুরতে পারে ইডেনে।
advertisement
5/6
সূত্রের খবর, সুজন মুখোপাধ্যায়ের কাছে টার্নার পিচের দাবি জানিয়েছেন গৌতম গম্ভীর। যদিও এ সম্পর্কে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে পুরোপুরি স্পিন সহায়ত পিচের দাবি ভারতীয় দলের তরফ থেকে জানা হয়েছে বলে খবর।
advertisement
6/6
পিচ থেকে শুভমন গিলরা যাতে সুবিধা পান সেদিকে নজর রাখা হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা দলেও ৩ জন স্পিনার রয়েছে। ফলে নিজেদের পাতা ফাঁদে নিজেদের না পড়তে হয় নিউজিল্যান্ড সিরিজের মতন।