Gautam Gambhir Gets Death Threat: সত্যিই কি পাকিস্তান থেকে খুনের হুমকি পাচ্ছেন গম্ভীর? ই-মেলে লেখা একটি নাম ঘিরে রহস্য
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir Gets Death Threat From Isis: সত্যিই কি পাকিস্তানের করাচি থেকে খুনের হুমকি পাচ্ছেন গম্ভীর! নাকি গভীর ষড়যন্ত্র চলছে ভিতরে!
advertisement
1/6

এক সপ্তাহের মধ্যে তিনবার খুনের হুমকি পেলেন তিনি। ব্য়াপারটা কিন্তু আর মোটেও হালকাভাবে নেওয়ার জায়গায় নেই। আর সেটা দিল্লি পুলিশ আগেই বুঝেছিল। তাই গৌতম গম্ভীর প্রথমবার খুনের হুমকি পাওয়ার পরই তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। কিন্তু পর পর খুনের হুমকি পাওয়ায় এখন পুলিশ ব্যাপারটা নিয়ে গভীর তদন্তে নেমেছে।
advertisement
2/6
এবার isiskashmir@yahoo.com-এই ই-মেল অ্যাড্রেস থেকে খুনের হুমকি পেলেন গম্ভীর। এমন মেইল অ্যাড্রেস যে কেউ ক্রিয়েট করতেই পারেন। এই ই-মেল যে সত্যিই কাশ্মীর আইসিস-এর, তার কোনও শক্তপোক্ত প্রমাণ পুলিশ পায়নি। ফলে পুলিশ মানতে নারাজ, আইসিস-এর তরফেই গম্ভীরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।
advertisement
3/6
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল, পাকিস্তানের করাচি থেকে এক ছাত্র গম্ভীরকে খুনের হুমকি দিয়েছিল। পুলিশের তরফে সেই ছাত্রের নামও জানানো হয়েছিল। তবে এক্ষেত্রে কতগুলি প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সব থেকে বড় রহস্য ঘনাচ্ছে, ই-মেলে থাকা এক আইপিএস অফিসারের নাম ঘরে।
advertisement
4/6
এদিন গম্ভীর যে হুমিক মেল পেয়েছেন তাতে লেখা ছিল, পুলিশেও আমাদের চর আছে। দিল্লি পুলিশ ও আইপিএস শ্বেতাও বাঁচাতে পারবে না তোমাকে। আর এই আইপিএস শ্বেতার নাম ঘিরেই যত রহস্য।
advertisement
5/6
মেলে যে আইপিএস শ্বেতার কথা উল্লেখ করা হয়েছে, তিনি দিল্লির সেন্ট্রাল ডিসট্রিক্ট এলাকার ডিসিপি। তাঁর সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভাল। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান থেকে কেউ মেল করলে তার পক্ষে গম্ভীরের ব্যাপারে এত কিছু জানা কি সম্ভব! নাকি কেউ সত্যিই গম্ভীরের ব্যাপারে খোঁজ-খবর রাখছে নিয়মিত!
advertisement
6/6
গম্ভীরকে তৃতীয়বার হত্যার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ হয়তো নতুন করে আবার তদন্ত শুরু করবে। কিন্তু করাচি থেকে আসছে মেল, এমন দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। গম্ভীরের ব্যাপারে এত খোঁজ কি সত্যিই রাখছে করাচির সেই ছাত্র! নাকি সত্যিই আইসিস-এর তরফেই গম্ভীরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে!