French Open 2022: আবার ফরাসী ওপেন নাদালের, ১৪ বারের চ্যাম্পিয়নকে সচিন পর্যন্ত বলছেন, 'তোমাকে সেলাম'
- Published by:Suman Majumder
Last Updated:
French Open Champion Rafael Nadal: ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জয় নাদালের। এই নিয়ে ১৪ বার ফরাসী ওপেন চ্যাম্পিয়ন।
advertisement
1/5

একবার-দুবার নয়, একটা খেতাব যখন কোনও তারকা ১৪ বার জেতেন, তখন তাঁকে কিংবদন্তি ছাড়া আর কী বলা যায়! ফের ফরাসী ওপেন রাফায়েল নাদালের।
advertisement
2/5
কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচকে হারানোর পর অনেকেই এবারও নাদালকে ফরাসী ওপেন চ্যাম্পিয়ন বলে ধরে নিয়েছিলেন। বাস্তবে হলও তাই।
advertisement
3/5
ফাইনালে নরেওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারালেন রাফা। ক্যাসপার প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টের ফাইনাল খেললেন। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ের পর ৬-৩, ৬-৩, ৬-০ সেটে তাঁকে হারালেন স্প্যানিশ তারকা।
advertisement
4/5
চলতি মরশুমে এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। আর ফরাসী ওপেন এই নিয়ে ১৪ বার। পুরুষদের সিঙ্গলসে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড আগে থেকেই রাফার নামে। এখন সংখ্যাটা দাঁড়াল ২২-এ।
advertisement
5/5
গত মরশুমে চোটে জর্জরিত ছিলেন নাদাল। উইম্বলডন ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন। গত মরশুমে কোনও ট্রফিও জেতেননি। তবে এবার আবার রাজকীয় কামব্যাক। সচিন তেন্ডুলকরও এদিন ৩৬ বছর বয়সী নাদালকে সেলাম জানালেন।