TRENDING:

FIFA World Cup semi-finals spot: অপূর্ব সুন্দরীদের চেনেন কী, ফ্রান্স ফুটবল দলের এই আগুন সুন্দরীরা বাড়তি শক্তির ভাণ্ডার

Last Updated:
ফরাসি ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে মুগ্ধ দুনিয়া, এবার দেখে নিন তাঁদের জ্বলওয়া সুন্দরী স্ত্রী ও গার্লফ্রেন্ডদের...
advertisement
1/5
অপূর্ব সুন্দরীদের চেনেন কী, ফ্রান্স ফুটবল দলের এই আগুন সুন্দরীরা বাড়তি শক্তি
Zoe Cristofoli, girlfriend of Theo Hernandez-  জো  তাঁর শরীরি গঠন সেক্সি৷ এখন একটা খুব পপুলার শব্দ রয়েছে বিচ বডি, জো-র সেটাই রয়েছে৷ বালিতে পোজ দিতে পছন্দ করেন তিনি। তিনি ভেরোনায় জন্মেছেন৷ মিলানে থিওর সঙ্গে তাঁর  দেখা হয়। এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় পিডিএ শেয়ার করতে দ্বিধা করেন না। জো তুরিনে একটি বিখ্যাত  ট্যাটু পার্লারের  মালিক। Photo Courtesy- Instagram
advertisement
2/5
Erika Choperena, wife of Antoine Griezmann-  ফরাসি ফুটবলাদের ঝকমকে একজন  WAG  এরিকা চোপেরেনা ৷ তাঁরও রূপ জমকালো । অ্যান্টোইন গ্রিজম্যানকে ডেটিংয়ে হ্যাঁ বলানোর জন্য ১৮ মাস ধরে অপেক্ষা করতে হয়েছিল। গ্রিজম্যান স্বীকার করেছিলেন যে তিনি  দেড় বছর ধরে 'প্রলোভন'আটকানোর চেষ্টা করেছিলেন। আজ, তাঁরা সুখী বিবাহিত দম্পতি এবং তাঁদের  তিনটি সন্তান রয়েছে। Photo Courtesy- Instagram
advertisement
3/5
Mae Guendouzi, wife of Matteo Guendouzi-  মাতেও একজন ভাগ্যবান মানুষ কারণ তাঁর জীবনে তার স্ত্রী মে রয়েছেন৷  সুন্দরী এবং হট মে ৷ এই দম্পতি গত বছর তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন। Mae আশ্চর্যজনকভাবে ফিট এবং চমত্কার শরীরে অধিকারী৷ Photo Courtesy- Instagram
advertisement
4/5
Alicia Aylies, hot girlfriend of Kylian Mbappe- কিলিয়ান এমব্যাপের প্রতীক্ষায় মুগ্ধ৷। ফ্রান্সের এই স্ট্রাইকার তাঁর দলকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গেছেন। মাঠের বাইরেও তাঁর ঈর্ষণীয় তিনি। তাঁকে ঈর্ষা করার কারণ তাঁর গার্লফ্রেন্ড জমকালো অ্যালিসিয়া আইলিস। তিনি একজন প্যাজেন্ট মডেল এবং প্রাক্তন মিস ফ্রান্স। তিনি ২০১৭ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিলেন। Photo Courtesy- Instagram
advertisement
5/5
Marrion Areola, wife of Alphonse Areola-  ম্যারিয়ানও একেবারে দারুণ তন্বী, সুন্দরী৷  আপনি এই ফটোতে দেখতে পাচ্ছেন। কিন্তু তাঁর পরিচয় শুধু তাই নয়। ম্যারিয়ন একজন ফিটনেস ফ্রেক এবং জীবনধারা প্রশিক্ষক, তাঁর নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে যেখানে তিনি টিপসও দেন৷ Photo Courtesy- Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
FIFA World Cup semi-finals spot: অপূর্ব সুন্দরীদের চেনেন কী, ফ্রান্স ফুটবল দলের এই আগুন সুন্দরীরা বাড়তি শক্তির ভাণ্ডার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল