টেনশনের লেশমাত্র নেই, ফাইনালের আগে হাসি ঠাট্টায় অনুশীলন করল ফরাসি দল, রইল ছবি
- Published by:Rohan Chowdhury
Last Updated:
France team in jovial mood despite illness during practice session before World Cup final against Argentina. টেনশনের লেশমাত্র নেই, ফাইনালের আগে হাসি ঠাট্টায় অনুশীলন করল ফরাসি দল
advertisement
1/9

প্রাণ খুলে হাসছেন এমবাপে। সতীর্থ কুন্দর সঙ্গে প্র্যাকটিস করার সময় হেসে লুটিয়ে পড়ছেন ফ্রান্সের তারকা ফুটবলার
advertisement
2/9
ফরাসি শিবিরে ফাইনাল নিয়ে টেনশন ধরা পড়েনি ক্যামেরায়। অনুশীলনে বিন্দাস মেজাজে প্রত্যেক ফুটবলার
advertisement
3/9
মাঠের বাইরে এবং মাঠের ভেতরে একটা সম্পূর্ণ দল হিসেবে খেলছে ফ্রান্স। দলের জুনিয়র এবং সিনিয়র ফুটবলাররা প্রত্যেকে চ্যালেঞ্জ নিতে তৈরি
advertisement
4/9
দলের বেশ কিছু তারকা ফুটবলারকে ছাড়াই কাতারে এসেছে ফ্রান্স। তাতেও তাদের এমন পারফরম্যান্স নজর কাড়ছে
advertisement
5/9
দলের কিংবদন্তি গোলরক্ষক এবং অধিনায়ক হুগো লোরিসের এটাই শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনাকে হারিয়ে ৬০ বছর আগে ব্রাজিলের রেকর্ড স্পর্শ করতে চাইবেন তিনি
advertisement
6/9
অনুশীলনে হাসি-ঠাট্টার পাশাপাশি সিরিয়াসনেসও লক্ষ্য করার মতো। ফুটবলাররা এক মনে বিভিন্ন ড্রিল প্র্যাকটিস করেন
advertisement
7/9
প্রতি ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে এভাবেই আনন্দ প্রকাশ করেন ফ্রান্সের ফুটবলাররা। দলটার ঐক্য সবচেয়ে বড় সম্পদ
advertisement
8/9
ফ্রান্সের সর্বকালের সেরা স্ট্রাইকার হেনরির রেকর্ড স্পর্শ করেছেন অলিভার জিরু। ফাইনালেও ফ্রান্সের গোল পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা তিনি
advertisement
9/9
শোনা যাচ্ছিল ফাইনালের আগে নাকি করিম বেঞ্জিমা যোগ দিতে পারেন দলে। অনুশীলন করলেও ফাইনালে নেই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার