TRENDING:

FRA vs AUS: ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে

Last Updated:
FRA vs AUS: অলিভার জিরু এই মুহূর্তে ফ্রান্সের থিয়ের অঁরির সঙ্গে টপ গোল স্কোরার হলেন৷
advertisement
1/5
ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে
#আল ওয়াখরা: থিয়েরি অঁরির সঙ্গে এক রেকর্ডের অধিকারি হলেন অলিভার জিরু৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১-র দুরন্ত জয় দিয়ে নিজেদের খেতাব রক্ষার অভিযান বিশ্বকাপে শুরু করল ফ্রান্স৷ মঙ্গলবার গভীর রাতের ম্যাচে অস্ট্রেলিয়া আল জানুব স্টেডিয়ামে হঠাৎ লিড নিয়ে শুরু করে অভিযান৷ ম্যাচের মাত্র ৯ মিনিটেই গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷ একাধিক চোট আঘাতের সমস্যায় জর্জরিত ফ্রান্স অবশ্য এক গোল আদৌ ঘাবড়ে যায়নি বরং লেস ব্লুজ-রা প্রবল বিক্রমে ফিরে আসে ম্যাচে৷ Photo- AP 
advertisement
2/5
অস্ট্রেলিয়ার ক্রেইগ গুডউইন খেলার ৯ মিনিটে গোল করে সকেরুদের এগিয়ে দেন৷ ২৭ মিনিটে আদ্রিয়ান রাবিয়ট গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান৷ হার্নান্ডেজের ডেলিভারি নিজের কন্ট্রোলে নিতে কোনও ভুল করেননি রাবিয়ট৷ তিনি গোল করে যান৷ শেষ তিনটি ম্যাচে এই নিয়ে ২ টি গোল করলেন এই মিডফিল্ডার৷ Photo- AP 
advertisement
3/5
এরপর গোল আসে জিরুর থেকে৷ রাবিয়টের কাটব্যাক নিজের মার্কারদের কাটিয়ে গোলে ঢুকিয়ে দিতে কোনও ভুল করেননি জিরু৷ ম্যাচের বয়স তখন ৩২ মিনিটে৷ আন্তর্জাতিক কেরিয়ারের ৫০ তম গোলটি করলেন তিনি পাশাপাশি দলকে ২-১ গোলে এগিয়ে দেন৷ এই স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধের খেলা৷ Photo- AP 
advertisement
4/5
দ্বিতীয়ার্ধে নিজের নামের পাশে গোল বসিয়ে নেন কিলিয়ান এমবাপে৷ তিনি ৬৮ মিনিটে গোল করেন৷ অ্যাটকিনসনের সঙ্গে ছেলেখেলা করে গোলটি তৈরি করেন৷ সেন্টার থেকে স্টপ -স্টার্ট রান করে বল সেন্টার থেকে নিয়ে যায়৷ জিরু করেন বাকিটা৷ Photo- AP 
advertisement
5/5
ফের নিজের নামের পাশে আরও গোল করে নেন জিরু৷ ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ৪-১ গোলে বাজিমাত করে নেয়৷ এমবাপের লেফট উইঙ্গ ক্রস হেড দিয়ে গোলে ঢুকিয়ে দেন৷ তিনি এই মুহূর্তে ফ্রান্সের থিয়ের অঁরির সঙ্গে টপ গোল স্কোরার হলেন৷ Photo- AP 
বাংলা খবর/ছবি/খেলা/
FRA vs AUS: ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল