Yuvraj Singh Biopic: খুব শীঘ্রই বায়োপিক আসছে যুবরাজের, নিজের ভূমিকায় কাকে দেখতে চান? জানিয়ে দিলেন যুবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh wants to see Ranbir Kapoor in his biopic: তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতু বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
advertisement
1/5

তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
advertisement
2/5
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
advertisement
3/5
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
advertisement
4/5
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,"আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক"।
advertisement
5/5
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,"দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।"