হঠাৎই লুটিয়ে পড়লেন মাঠে..! নিমেষেই সব শেষ, মর্মান্তিক মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Former Ranji Trophy Cricketer Dies: প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু। ক্রিকেট ম্যাচ চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান তিনি। তারপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই খবর সামনে আসতেই শোকের ছায়া।
advertisement
1/6

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু। ক্রিকেট ম্যাচ চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান তিনি। তারপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই খবর সামনে আসতেই শোকের ছায়া।
advertisement
2/6
এই ঘটনা মিজোরামের একটি স্থানীয় টুর্নামেন্টে ঘটেছে। যেখানে রাজ্যের হয়ে রনজি ট্রফি খেলা প্রাক্তন ক্রিকেটার কে. লালরেমরুয়াটার মৃত্যু হয়। ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
3/6
রিপোর্ট অনুযায়ী, ৩৮ বছর বয়সী লালরেমরুয়াটা বৃহস্পতিবার, ৮ জানুয়ারি মিজোরামের সেকেন্ড ডিভিশনের একটি টুর্নামেন্টে খেলছিলেন। ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
advertisement
4/6
মিজোরামের ক্রীড়ামন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ভেংগনুয়াই ও চনপুইয়ের মধ্যে খেলা ম্যাচ চলাকালীন লালরেমরুয়াটার শ্বাসকষ্ট হচ্ছিল। তিনি প্রাক্তন ফার্স্ট ক্লাস ক্রিকেটারের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
advertisement
5/6
অন্যদিকে, মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও তাদের প্রাক্তন খেলোয়াড়ের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, লালরেমরুয়াটা মিজোরামের হয়ে রনজি ট্রফিতে ২টি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে মোট ৭টি ম্যাচ খেলেছিলেন।
advertisement
6/6
লালরেমরুয়াটার কেরিয়ারের কথা বলতে গেলে, তিনি ২০১৮ সালে মিজোরামের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক করেন, তবে পরবর্তী রনজি ম্যাচ তিনি খেলতে পেরেছিলেন ২০২২ সালে। পাশাপাশি, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।