দেশের এক উপমুখ্যমন্ত্রীর অধিনায়কত্বে খেলেছেন কোহলি! বলুন তো কে? দাবি ঘিরে জোর চর্চা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বর্তমানে জাতীয় রাজনীতিতে বড় মুখ হলেও একসময় ২২ গজ কাঁপিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এবার এক সাক্ষাৎকারে অজানা ও বড় তথ্য দিলেন আরজেডি নেতা।
advertisement
1/5

বর্তমানে জাতীয় রাজনীতিতে বড় মুখ হলেও একসময় ২২ গজ কাঁপিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এবার এক সাক্ষাৎকারে অজানা ও বড় তথ্য দিলেন আরজেডি নেতা।
advertisement
2/5
রাজনীতিতে আসার আগে ক্রিকেট খেলতেন তেজস্বী যাদব। ক্রিকেটই তাঁর প্রথম পছন্দ ছিল। ঘরোয়া ক্রিতেটে জাতীয় স্তরেও খেলেছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন ২০০৮ থেকে ২০১২। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি।
advertisement
3/5
এবার একদা ক্রিকেটার বর্তমানে পোড় খাওয়া রাজনীতিবিদ তেজস্বী যাদব বললেন,"আমিও ক্রিকেটার ছিলাম। কেউ সেই বিষয়ে কথা বলে না। বিরাট কোহলি আমার ক্যাপ্টেন্সিতে খেলেছে- কেউ কি এই নিয়ে কথা বলে? কেন বলে না? আমি পেশাদার হিসাবে ভাল ক্রিকেট খেলতাম।"
advertisement
4/5
এছাড়া বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন,"শুধু বিরাট কোহলিই নয়, ভারতীয় ক্রিকেট টিমের অনেকে আমার ব্যাচমেট ছিল। আমার দুই লিগামেন্টেই ফ্রাকচার হওয়ার কারণে খেলা ছাড়তে হয়েছিল।"
advertisement
5/5
তেজস্বী যাদবের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সামনে এসেছি কোহলি-তেজস্বীর সেই সময়ের ছবিও। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোহলির।