advertisement
1/13

Photo: Collected বিশ্বকাপ আসবে আর ফুটবলারদের ট্যাটু নিয়ে চর্চা হবে না, তা কখনও হয়? শেষ কয়েকবারের মত এবারেও ট্যাটু ইন ফ্যাশন। ট্যাটুর বাহারে এ বলে আমায় দেখ তো সে বলে আমায়। মেসি, নেইমার থেকে গ্রিজম্যান সবাই নজর কাড়ছেন নিজেদের ট্যাটুতে৷
advertisement
2/13
Photo: Collected নেইমারের ট্যাটুতে পরিবারই প্রাধান্য পেয়েছে৷
advertisement
3/13
Photo: Collected ট্যাটুতে রয়েছে ছেলে, বাবা, বোন, পরিবারের সদস্য সংখ্যা৷ সঙ্গে বল ও ছেলে, লাইফ ইজ আ জোক, ঈগল, ব্লেসড
advertisement
4/13
Photo: Collected আরও রয়েছে ফেইথ, লাভ, ক্রাউন, নেভার এন্ডিং লাভ, ফ্যামিলি
advertisement
5/13
Photo: Collected মেসির ট্যাটুতে ফুটবল৷ সঙ্গে মায়ের ছবি,হাতের ছবি, ছেলের নাম৷ পায়ে রয়েছে পরিসংখ্যান অর্থাৎ লএম ১০র ১০!
advertisement
6/13
Photo: Collected এছাড়া বাহুতে ঠাঁই পেয়েছেন যীশু৷ রয়েছে পদ্ম ও রোজ উইন্ডো৷
advertisement
7/13
Photo: Collected পিঠে তাঁর মায়ের ট্যাটু
advertisement
8/13
Photo: Collected কেভিন প্রিন্স বোয়েটাংয়ের ট্যাটুতে ক্লাব-দেশ এসি মিলান৷
advertisement
9/13
Photo: Collected রয়েছে আফ্রিকার ম্যাপে ঘানা লেখা, মাকড়সার জাল যা কামব্যাকের প্রতীক৷
advertisement
10/13
Photo: Collected ফ্রান্সের তারকা ফুটবলার গ্রিজম্যান আঙুলের ওপরে রয়েছে ট্যাটু, যাতে লেখা রয়েছে 'হোপ'৷
advertisement
11/13
Photo: Collected তিনি ছিমছাম ডিজাইনের বিশ্বাসী৷ তবে বাহুতে রয়েছে যীশুর ছবি, সঙ্গে চাঁদ, তারা আরও কিছু আধ্যাতিক ছবি৷
advertisement
12/13
Photo: Collected ট্যাটুর দৌড়ে সামিল রামোসও৷ স্পেনের ফুটবলারের দুহাতে ভর্তি ট্যাটু৷
advertisement
13/13
Photo: Collected তবে হাতের পাতার উল্টোদিকে উজ্জ্বল গোলাপে তিনি মুগ্ধ করেন ফ্যানদের