আর 'চিরকুমার' নন! রোনাল্ডোর বিয়ে হয়ে গেল! বড় খবর ফাঁস বছরের শুরুতেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo- এর আগেও নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে জর্জিনাকে স্ত্রী বলে উল্লেখ করেছিলেন রোনাল্ডো।
advertisement
1/6

সোশ্যাল মিডিয়ায় এবার আলোড়ন ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর কি তা হলে আর চিরকুমার থাকা হল না! বিয়েটা কি সত্য়ি করে ফেললেন সিআরসেভেন!
advertisement
2/6
বান্ধবী জর্জিনা রডরিগেজের ৩১-তম জন্মদিনে রোনাল্ডো যা পোস্ট করলেন তাতে হইচই পড়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, তা হলে কি এবার সত্যিই জর্জিনার সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন তিনি!
advertisement
3/6
জর্জিনা রডরিগেজের জন্মদিনে ইনস্টাগ্রামে হার্ট ইমোজি দিয়ে রোনাল্ডো লিখলেন- মা, পার্টনার, বন্ধু এবং আমার স্ত্রী, আমার ভালবাসার শুভ জন্মদিন। তোমার আলোয় আমরা আলোকিত। তোমার ভালবাসা সব সময়ই আমাদের ছুঁয়ে যায়।
advertisement
4/6
তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন রোনাল্ডো? এই প্রশ্নই এখন তাঁর ভক্তদের মনে। সবাই ভাবছেন, বিয়ে না সারলে কেন জর্জিনাকে হঠাৎ করে কেন স্ত্রী বলে সম্বোধন করলেন তিনি!
advertisement
5/6
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন জর্জিনা ও রোনাল্ডো। তবে তাঁরা লিভ ইন করছেন। বিয়ে করেননি বলেই জানা যায়। এবার কি তা হলে সত্যিই বিয়েটা সেরে ফেললেন তিনি! রোনাল্ডো ও জর্জিনা আপাতত সৌদি আরবে রয়েছেন।
advertisement
6/6
এর আগেও নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে জর্জিনাকে স্ত্রী বলে উল্লেখ করেছিলেন রোনাল্ডো। তবে তখনও সেই ব্যাপারটা নিয়ে এতটা আলোচনা হয়নি। এবার অবশ্য রোনাল্ডো বিয়ে করেছেন বলে তীব্র জল্পনা ছড়াল।