TRENDING:

`ঘরওয়ালি –বাহারওয়ালি’ নয়, দো ঘরওয়ালিকে নিয়েই ঘর বাঁধছেন রোনাল্ডিনহো, চিনে নিন

Last Updated:
advertisement
1/7
`ঘরওয়ালি –বাহারওয়ালি’ নয়, দো ঘরওয়ালিকে নিয়েই ঘর বাঁধছেন রোনাল্ডিনহো, চিনে নিন
ফুটবল মহলে যতদিন বল পায়ে ছিলেন, ততদিন ব্রাজিলের জার্সি গায়ে হোক বা বার্সেলোনার জার্সি গায়ে মন জিতেছেন সমস্ত ফুটবলপ্রেমী জনতার ৷ তিনি রোনাল্ডিনিহো ৷ পুরো ফিল্মি কায়দায় একইসঙ্গে দুই বান্ধবীকেই বিয়ে করতে চলেছেন তিনি ৷ দু‘জনকেই এনগেজমেন্ট রিংও দিয়েছেন সাম্বা তারকা ৷ Photo Courtesy – News 18 Creative
advertisement
2/7
সংবাদমাধ্যমের দাবি প্রিসিলা কোয়েলহ এবং বিয়াত্রিজ সুজা এই দুইজন রোনাল্ডিনিহোর পাত্রী ৷ অগাস্ট মাসে হবে বিয়ে ৷ রিও ডি জেনেইরোর তিজুকায় ২০১৫ সাল থেকে বাস করছেন রোনাল্ডিনিহো ৷ সেখানেই হবে বিয়ে ৷ Photo Courtesy Facebook
advertisement
3/7
প্রিসিলা কোয়েলহকে ২০১২ সাল থেকে আলাপ রোনাল্ডিনিহোর ৷ ৭ বছরের সম্পর্কের শুরু যখন ব্রাজিলিয়ান তারকা বেলো হোরাইজেন্তের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরিওতে খেলতে গিয়েছিলেন ৷ Photo Courtesy Facebook
advertisement
4/7
প্রিসিলা শহরের মূল বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল কমিউনিকেশন নিয়ে পড়েছেন এবং এখন কাজ করেন একটি খননকারী কোম্পানির হয়ে ৷ Photo Courtesy Facebook
advertisement
5/7
এদিকে হঠাৎই একদিন প্রিসিলা আবিষ্কার করেন রোনাল্ডিনিহো তাঁর জন্য যে উপহার আনেন সেই একই উপহার আরও একটি মেয়ের জন্যেও আনেন ৷ এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় ৷ এই সময়েই চিত্রনাট্যে প্রবেশ বিয়াত্রিজ সুজা-র ৷ Photo Courtesy Facebook
advertisement
6/7
বিয়াত্রিজও বুঝেছিলেন রোনাল্ডিনিহোর জীবনে আরও একজন কেউ আছেন ৷ ধীরে ধীরে একই শহরের এই দুই মহিলা ও রোনাল্ডিনিহো বন্ধু হয়ে ওঠেন ৷ এবার তাঁরা একইসঙ্গে জীবন কাটাতে চলেছেন ৷ Photo Courtesy Facebook
advertisement
7/7
দু‘জনকে খুশি রাখার জন্য একই হাতখরচ দেন সাম্বা তারকা ৷ পাশাপাশি একই উপহার থেকে শুরু করে সব কিছু আসে দু‘জনের জন্যেই ৷ এবার দু‘জনকেই ঘরণী করতে চলছেন তিনি ৷ যদিও রোনাল্ডিনিহোর এই বহুগামিতায় সায় নেই তাঁর পরিবারের ৷
বাংলা খবর/ছবি/খেলা/
`ঘরওয়ালি –বাহারওয়ালি’ নয়, দো ঘরওয়ালিকে নিয়েই ঘর বাঁধছেন রোনাল্ডিনহো, চিনে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল