TRENDING:

ধর্ষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী করে হয়েছিল ঘটনা বিবরণ দিলেন অভিযোগকারিনী

Last Updated:
advertisement
1/8
ধর্ষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী করে হয়েছিল ঘটনা বিবরণ দিলেন অভিযোগকারিনী
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র সময়টা মোটে ভালো যাচ্ছে না ৷ জুভেন্তাসের জার্সি গায়ে গলানোর পর থেকে না রয়েছেন সেরা ফর্মে না রয়েছেন শিরোনামে ৷ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাল কার্ডও দেখেছেন ৷ এরমধ্যে আবার তাঁর বিরুদ্ধে একেবারে ধর্ষণের অভিযোগ আনলেন এক মার্কিন মহিলা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
advertisement
2/8
অভিযোগ করেছেন ক্যাথরিন মায়োরগা নামের লাস ভেগাসের বাসিন্দা ৷ ২০০৯ সালের জুন মাসে “Rain” নামের এই নাইট ক্লাবে দেখা হয়েছিল দু‘জনের ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
3/8
সেখান থেকে দু‘জনে Palms Place Hotel-এ রোনাল্ডোর পেন্টহাউসে যান দু‘জন ৷ সেখানেই তাঁর সঙ্গে anal সেক্স করেন তিনি ৷ জোর করে ছিল এই শারীরিক সম্পর্ক ৷ এরপর নাকি সিআর সেভেন ক্ষমাও চেয়েছিলেন ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
4/8
ক্যাথরিন মায়োরগা জানিয়েছেন রোনাল্ডোর সঙ্গে তাঁর যখন আলাপ হয় তিনি জানতেন না সে কে ৷ পরে ইন্টারনেটে তার বিষয়ে পড়ে জানতে পারেন ৷ আলাপের পরেই ক্যারথিরনেক রোনাল্ডো নিজের পেন্টহাউসে আসার আমন্ত্রণ জানান ৷ সেখানে গেলে তাঁকে পুলে নামার আনুরোধ করেন ৷ স্বাভাবিকভাবেই পোশাক পরিবর্তন করতে যান তিনি ৷ এরপরেই ঘটে বিপত্তি ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
5/8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের উন্মুক্ত পুরুষাঙ্গ নিয়ে তাঁর কাছে এসে সেটিকে ছুঁতে বলেন তারপর ক্যাথরিনের সারা গায়ে স্পর্শ করতে শুরু করেন তিনি ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
advertisement
6/8
সবকিছপু হয়ে যাওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাঁচুমাচু মুখে এসে তাঁর কাছে নতজানু হয়ে ক্ষমা চান ৷ তিনি বলেছিলেন ৯৯ শতাংশ আমি একজন ভালো মানুষ কিন্তু বাকি এক শতাংশের বিষয়ে আমি জানি না ৷ Photo -DER SPIEGELFacebook
advertisement
7/8
তিনি রোনাল্ডোর বিরুদ্ধে মুখ বন্ধ করেছিলেন টাকার বিনিময়ে ৷ ২০১০ সালে ৩লক্ষ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন সিআর সেভেন ৷ Photo Source: Collected
advertisement
8/8
এদিকে এত বছরের নীরবতা ভাঙার খেসারত না ক্যাথরিনকেই দিতে হয় ৷ কারণ সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমে এই সাক্ষাৎকার দিয়েছেন অভিযোগহকারিনী ৷ অর্থ নিয়ে তিনি চুক্তি করেছিলেন এই বিষয়ে মুখ খুলবেন না ৷ এবার তিনি সেটা নিয়েইমুখ খোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে জানিয়েছেন সিআরসেভেনর আইনজীবীরা ৷ Photo - Cristiano Ronaldo / Instagram Handle
বাংলা খবর/ছবি/খেলা/
ধর্ষণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী করে হয়েছিল ঘটনা বিবরণ দিলেন অভিযোগকারিনী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল