TRENDING:

Euro 2020: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওরকম গোল খেলেন! মানসিক অশান্তিতে ছিলেন সিমন

Last Updated:
উনাই সিমন (Unai Simon) ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওরকম গোল খাওয়ার পর কী বলছেন শুনুন!
advertisement
1/5
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওরকম গোল খেলেন! মানসিক অশান্তিতে ছিলেন সিমন
ওরকম একটা গোল খেলেন! সেদিন তো হাসাহাসি পড়ে গিয়েছিল। কী করে এত বড় টুর্নামেন্টে নেমে একজন কিপার এমন গোল খায়! প্রশ্ন করেছিলেন অনেকে। উনাই সিমন নিজেও প্রবল মানসিক অশান্তিতে ছিলেন।
advertisement
2/5
সিমন বলছিলেন, আমি ম্য়াচ শেষে প্রায় সাত-আটবার ভিডিও দেখেছি। আমার কাছে ওরকম মিস-এর কোনও ব্যাখ্যা নেই। জীবনে কখনও ওরকম ভুল করিনি। সেদিন কী যে হল!
advertisement
3/5
সিমন দাবি করেছেন, তিনি বড্ড ক্যাজুয়াল হয়ে বল রিসিভ করতে গিয়েছিলেন। আর তাতেই বিপত্তি। তবে সিমন সেই গোলটিকে দুর্ঘটনা বলে মনে করছেন।
advertisement
4/5
স্পেনের অন্যতম সেরা গোলকিপার ডেবিড ডি গিয়ার বদলে তিনি স্পেনের দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু এমন গোল খাওয়ায় সিমনকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সিমন বলছিলেন, প্রবল মানসিক যন্ত্রণা ভোগ করেছি এই কটা দিন। তবে সতীর্থরা আমার পাশে দাঁড়িয়েছিল। একটা ট্রমার মধ্যে ছিলাম যেন! শেষ পর্যন্ত দুটো সেভ করেছিলাম। তাই নিজেকে একটু শান্ত রাখতে পেরেছিলাম।
advertisement
5/5
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওরকম গোল হজম করার পর ডি গিয়াও স্বান্তনা দিয়েছিলেন সিমনকে। তিনি জানিয়েছেন, সেদিন মাঠে তো বটেই, ড্রেসিংরুমেও সবাই তাঁকে সাহস জুগিয়েছিলেন। স্পেনে তাঁর সতীর্থরাও সেই গোল দুর্ঘটনা বলেই মেনে নিয়েছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Euro 2020: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওরকম গোল খেলেন! মানসিক অশান্তিতে ছিলেন সিমন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল