The GOAT study: ফুটবলে মেসিই সর্বশ্রেষ্ঠ, ক্রিকেটে কোহলি! জানিয়ে দিল 'জনতার রায়'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
'GOAT'-এর লড়াই। অর্থাত্ গ্রেটেস্ট অফ অল টাইম। সেটা কে!
advertisement
1/5

এক অনন্ত লড়াই। কে সেরা! যদিও এভাবে কি শ্রেষ্ঠত্বের বিচার হয়! তবুও এই তুল্যমূল্য বিচার চলে আসছে। কখনও মারাদোনা বনাম পেলে! কখনও আবার মেসি বনাম রোনাল্ডো। মেসির বয়স এখন ৩৪। রোনাল্ডোর ৩৬। তাই ফুটবলের এক স্বর্ণযুগের শেষ হতে আর বেশি দেরি নেই।
advertisement
2/5
'GOAT'-এর লড়াই। অর্থাত্ গ্রেটেস্ট অফ অল টাইম। সেটা কে! মেসি নাকি রোনাল্ডো! এই নিয়ে দুই পক্ষের সমর্থকদের লড়াইয়ের শেষ নেই। তবে এবার এই যুদ্ধ থামাতে Twitter দায়িত্ব নিল। সম্প্রতি টুইটার একটি সমীক্ষা করেছিল। সমর্থকদের হাতেই তুলে দেওয়া হয়েছিল সেরা বেছে নেওয়ার দায়িত্ব।
advertisement
3/5
চার লাখ টুইটের উপর বিচার করে একটি সমীক্ষা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট বলছে, রোনাল্ডোর থেকে মেসি এগিয়ে। আর পুরোটাই জনতার বিচার। টুইটের নিরিখে বলা হয়েছে, গোট-এর লড়াইয়ে রোনাল্ডোকে পিছনে ফেলেছেন মেসি।
advertisement
4/5
মোট টুইটের ২০.৯৪ শতাংশ মেসির পক্ষত্রে। রোনাল্ডোর জন্য টুইট ১১.০৯ শতাংশ। তিন নম্বরে NFL-এর সুপারস্টার টম ব্রাডি। তাঁর পক্ষে ১০.৫৬ শতাংশ টুইট। টেনিস জগতের কিংবদন্তি রজার ফেডেরার রয়েছেন সাতে।
advertisement
5/5
চার লাখ টুইটের মধ্যে ০.৭৮ শতাংশ পড়েছে বিরাট কোহলির পক্ষে। সেই হিসাব বলছে, ক্রিকেটে এই মুহূর্তে গ্রেটেস্ট অফ অল টাইম কোহলি। আধুনিক ক্রিকেটে তাঁকেই সেরা হিসাবে বেছে নিয়েছেন অনেকে।