Mohunbagan Day 2021: খালি পায়ে ব্রিটিশ বধের ১১০ বছর, করোনা, বৃষ্টির মাঝেও অম্লান মোহনবাগান দিবস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
খা খা ক্লাব তাঁবু। মোহনবাগান দিবসে এবার ক্লাবে যেতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। পতাকা উত্তোলন, পুরস্কার বিতরণী, বাংলা ব্যান্ড ক্যাকটাসের পারফরম্যান্স- সবই মোহনবাগানের ফেসবুজ পেজ থেকে লাইভ।
advertisement
1/5

১৯১১ সালের ২৯ জুলাই। ব্রিটিশ ফুটবল দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই জয়ের ১১০ বছর পূর্ণ। আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস।
advertisement
2/5
একে তো করোনার উত্পাত। তার মধ্যে সকাল থেকে বৃষ্টি। তবুও অম্লান মোহনবাগান দিবস। সকাল থেকেই সবুজ-মেরুন সমর্থকরা আবেগে ভেসেছেন। এমন দিনে প্রিয় ক্লাবের জন্য গর্বিত কয়েক কোটি মোহনবাগান সমর্থক।
advertisement
3/5
খালি পায়ে ব্রিটিশ ফুটবল দলকে হারিয়েছিলেন ১১জন বাঙালি। ভারতীয় ফুটবল শুধু নয়, এদেশের স্বাধীনতা আন্দোলনেও সেই জয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২৯ জুলাই সেই ঐতিহাসিক জয়ের স্মরণ করেন মোহনবাগান সমর্থকরা। স্মরণ করেন সেই ১১জন বীর বাঙালিকে।
advertisement
4/5
এবার মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হবে প্রয়াত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে সেই পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও ফুটবলার রয় কৃষ্ণা শহরে নেই। তাই তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে পরে।
advertisement
5/5
বর্ষসেরা অ্যাথলিটের পুরষ্কারদেওয়া হবে বিদিশা কুন্ডুকে। প্রতিবার এই দিন ধুমধাম করে উদযাপন করা হয়। কিন্তু এবার করোনার জন্য ক্লাব তাঁবুতে ঢুকতে পারবেন না সভ্য-সমর্থকরা। ফলে কিছুটা ভার্চুয়াল হচ্ছে এবারের সেলিব্রেশন। ক্লাব তাঁবুর পতাকা উত্তোলন থেকে শুরু করে পুরস্কার বিতরণী মোহনবাগানের ফেসবুক পেজে লাইভ দেখানো হয়েছে। রাত আটটায় মোহনবাগানের ফেসবুক পেজে লাইভ পারফর্ম করবে জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাস।