Sunil Chhetri: দেশের জার্সিতে নায়ক! মেসিকে টপকে অসাধারণ রেকর্ড সুনীল ছেত্রীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
গেঁয়ো যোগী ভিখ পায় না!
advertisement
1/5

গেঁয়ো যোগী ভিখ পায় না! অনেকেই বলতে পারেন, কোথায় আর্জেন্টিনার লিওনেল মেসি। আর কোথায় ভারতের সুনীল ছেত্রী। বিশ্বের অন্যতম সেরা তারকার সঙ্গে ভারতীয় স্ট্রাইকারের তুলনা অনেকের পছন্দ নাও হতে পারে। তাতে কিন্তু রেকর্ড পাল্টে যায় না।
advertisement
2/5
ভারতীয় ফুটবলের মান নিয়ে প্রশ্ন তোলেন অনেক ফুটবলবোদ্ধা। কিন্তু বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীদের মতো মহাতারকাদের জন্যই এই দেশের ফুটবল উন্মাদনা এখনও বেঁচে রয়েছে। দেশের জার্সি গায়ে সুনীল ছেত্রী অনবদ্য, অসাধারণ। সেটা আরও একবার প্রমাণ হল।
advertisement
3/5
দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে দুটি অসাধারণ গোল করলেন সুনীল। একইসঙ্গে আন্তর্জাতিক গোলের হিসাবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিক টপকে গেলেন তিনি।
advertisement
4/5
এতদিন দেশের জার্সি গায়ে মেসি ও সুনীল দুজনেই ৭২টি আন্তর্জাতিক গোলের মালিক ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে দুটি গোল করে এগিয়ে গেলেন সুনীল। ভারতীয় তারকার আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৭৪। সৌদি আরবের মাজেদ আবদুল্লা (৭২) এবং সংযুক্ত আরব আমিরশাহীর আলি মাবখাউতকেও (৭৩) টপকে গেলেন সুনীল ছেত্রী।
advertisement
5/5
আন্তর্জাতিক মঞ্চে দেশের জার্সি গায়ে সর্বাধিক গোল করেছেন ইরানের আলি দায়েই। ১৪৯টি ম্যাচে ১০৯টি। তবে তিনি ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁর পরই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে তিনি ১৭৪টি ম্যাচে ১০৩টি গোল করেন। রোনাল্ডোর পরেই আপাতত রয়েছেন ভারতের সুনীল ছেত্রী।