অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত যুবভারতী ? দেখে নিন
Last Updated:
বিশ্বকাপের জন্য দেশের ছ’টা ভেন্যু বেছে নেওয়া হয়েছে ৷ যার মধ্যে অবশ্যই অন্যতম বড় আকর্ষণ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণ ৷
advertisement
1/9

আর মাত্র একমাসের অপেক্ষা ৷ তারপরেই দেশের মাটিতে ফুটবলের সবচেয়ে বড় আসর বসতে চলেছে ৷ কারণ অনূর্ধ্ব-১৭ হলেও ভারতে ফিফার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজিত হবে এই প্রথমবার ৷ বিশ্বকাপের জন্য দেশের ছ’টা ভেন্যু বেছে নেওয়া হয়েছে ৷ যার মধ্যে অবশ্যই অন্যতম বড় আকর্ষণ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণ ৷ টুর্নামেন্টের ফাইনালও এই মাঠেই খেলা হবে ৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য সম্পূর্ণ নতুনরূপে সেজে উঠেছে যুবভারতী ৷ স্টেডিয়ামের কাজ প্রায় সম্পূর্ণ ৷ এখন চলছে শেষমুহূর্তের তুলির টান ৷ Photo: Siddhartha Sarkar
advertisement
2/9
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য একেবারে ভোলই পাল্টে ফেলা হয়েছে যুবভারতীর ৷ আইএসএল-এর জন্য অনেকাংশেই পরিবর্তন এসেছিল স্টেডিয়ামের ৷ বিশ্বকাপের জন্য গত এক বছরে যেন নতুন রূপ পেয়েছে কলকাতার গর্ব এই স্টেডিয়াম ৷ সংস্কারের জন্য দর্শকাসন সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কমেছে ৷ কিন্তু হাল্কা নীল রং-এর বাকেট সিটে ‘ব্র্যান্ড নিউ’ এই স্টেডিয়াম দেখলে এখন চোখ ধাঁধিয়েই উঠতে হচ্ছে ৷ ম্যাচের দিনগুলোতে দর্শকদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলে আলাদা করে পার্কিং লট তৈরি হয়েছে ৷ Photo: Siddhartha Sarkar
advertisement
3/9
যুবভারতীর পাশে দুটি প্র্যাকটিস মাঠ তৈরি হয়েছে ৷ স্টেডিয়ামের মোট দর্শকাসন এখন ৮৪ হাজার ৷ তৈরি হয়েছে হেলিপ্যাডও ৷ আগের প্রেসবক্স ভেঙে সম্পূ্র্ণ নতুনভাবে তৈরি হয়েছে ২৪০ আসনের প্রেসবক্স ৷ তৈরি হয়েছে নতুন অ্যাথলেটিক্স ট্র্যাকও ৷ স্টেডিয়ামের মোট ৮টি গেট দিয়ে দর্শকদের ঢুকতে যাতে কোনওরকম সমস্যা না হয় এবং স্টেডিয়ামের ভিতরেও দর্শক স্বাচ্ছন্দ্যের জন্য নানারকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ Photo: Siddhartha Sarkar
advertisement
4/9
বাঁ প্রান্তের দুটো ড্রেসিংরুমকে বিশ্বমানের বানিয়ে ফেলা হয়েছিল তিন বছর আগেই। সৌজন্যে আইএসএল। নতুন করে তৈরি হয়েছে মাঠে ঢোকার টানেল। পাল্টে গিয়েছে মাঠও। আর্টিফিশিয়াল টার্ফ তুলে লাগানো হয়েছে নতুন বারমুডা ঘাস। আনা হয়েছে সেই মার্কিন মুলুক থেকে। বিশ্বকাপ ঘাসের মাঠেই খেলা হবে। ১৯৮৪ থেকে ২০১১ পর্যন্ত ঘাসেরই মাঠ ছিল যুবভারতীতে। ২০১১তে এখানে টার্ফ বসানো হয়। ২০১৫-য় বিশ্বকাপের কথা মাথায় রেখেই সেই টার্ফ তুলে আবার ঘাসের মাঠ করা হয়। Photo: Siddhartha Sarkar
advertisement
5/9
Photo: Siddhartha Sarkar
advertisement
6/9
Photo: Siddhartha Sarkar
advertisement
7/9
Photo: Siddhartha Sarkar
advertisement
8/9
Photo: Siddhartha Sarkar
advertisement
9/9
Photo: Siddhartha Sarkar