TRENDING:

বাংলায় ফুটবল উন্মাদনা ফেরাতে নয়া উদ্যোগ আইএফএ-র, শুরু হল সেরা ২০ ক্লাবকে নিয়ে উত্তরবঙ্গ কাপ! 

Last Updated:
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল! জেলায় জেলায় ফুটবল ফেরাতে নয়া উদ্যোগ আই এফ এ'র।
advertisement
1/4
বাংলায় ফুটবল উন্মাদনা ফেরাতে নয়া উদ্যোগ আইএফএ-র
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল! জেলায় জেলায় ফুটবল ফেরাতে নয়া উদ্যোগ আই এফ এ'র। আজ থেকে উত্তরের পাহাড়ের কোলে শুরু হল উত্তরবঙ্গ কাপ। এই ধরনের ফুটবলের আসর রাজ্যে প্রথম। ফুটবলকে ঘিরে জেলায় জেলায় উন্মাদনা আগের মতো আর নেই। এমনকি ঘরোয়া লিগেও দর্শকের সংখ্যা দিন দিন কমছে। উৎসাহে ভাঁটা পড়ছে। আগে আন্তঃ জেলা ফুটবল টূর্নামেন্টে ফুটবলপ্রেমীদের ঢল নামতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। প্রযুক্তির যুগে ক্রমেই মাঠ থেকে মুখ ফেরাচ্ছে ফুটবল পাগলেরা। করোনা এবং লকডাউনের প্রভাব এসে পড়েছে ফুটবলেও।
advertisement
2/4
দীর্ঘ দিন বন্ধ ছিল অনুশীলন। খেলা শুরু হলেও তা হচ্ছে দর্শক শূণ্য মাঠে। আই এস এলেও দেখা গেল একই ছবি। বাংলার ফুটবল গরিমা কম নয়। গোটা দেশেই বাঙলার ফুটবল নিয়ে চর্চা রয়েছে। ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে ঘিরে গোটা দেশের বড় বড় ক্লাবগুলো ভাবে। সেই ফুটবলকে স্বমহিমায় ফেরাতেই আই এফ এ'এ এহেন উদ্যোগ। উত্তরের চার জেলায় একযোগে চলবে উত্তরবঙ্গ কাল। চার জেলা মিলিয়ে অংশ নিয়েছে ২০টি ক্লাব। প্রথমে লিগভিত্তিক ম্যাচ হবে। তারপর চার গ্রুপের সেরাদের নিতে নক আউট। আজই আলিপুরদুয়ারে টূর্নামেন্টের শুরু হয়েছে। আলিপুরের গ্রুপে অংশ নিয়েছে দলসিংপাড়া স্পোর্টস আকাদেমী, জুবিলি ক্লাব, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, স্পিরিচুয়াল স্পোর্টস এডভেঞ্চার ক্লাব এবং জি এফ সি।
advertisement
3/4
আজ উদ্বোধনী ম্যাচে জুবিলি ক্লাব সরাসরি ২-০ গোলে হারায় দলসিংপাড়াকে। ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের বাদল এক্কা। কাল একযোগে শুরু হবে মালদহ, দক্ষিনদিনাজপুর এবং শিলিগুড়িতে। শিলিগুড়ি, কার্শিয়ং ও জলপাইগুড়ির পাঁচটি দল রয়েছে শিলিগুড়ি গ্রুপে।
advertisement
4/4
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিলিগুড়ির দুই প্রতিপক্ষ মহানন্দা স্পোর্টিং এবং বান্ধব সঙ্ঘ। মালদহে প্রথম ম্যাচে লড়বে বাগসরাই ইউনাইটেড এবং প্রান্তিক ক্লাব। অন্যদিকে বালুরঘাটে উদ্বোধনী ম্যাচে ফ্রেণ্ডস ইউনিয়ন ক্লাব নামবে বালুরঘাট টাউন ক্লাবের বিরুদ্ধে। প্রথম দিনেই আলিপুরদুয়ারে ফুটবলকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। ফুটবল ফিরবে তার নিজস্ব আঙিনায়, মাঠমুখো হবে দর্শকেরা, আশাবাদী আয়োজক আই এফ এ কর্তারা। Input-Partha Sarkar
বাংলা খবর/ছবি/খেলা/
বাংলায় ফুটবল উন্মাদনা ফেরাতে নয়া উদ্যোগ আইএফএ-র, শুরু হল সেরা ২০ ক্লাবকে নিয়ে উত্তরবঙ্গ কাপ! 
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল