TRENDING:

Messi in tears at farewell Barcelona Press Conference: 'থাকতে চেয়েছিলাম', শেষবার বার্সেলোনার সাংবাদিক সম্মেলনে অঝোরে কাঁদলেন মেসি

Last Updated:
''গত বছর ক্লাব ছাড়তে চেয়েছিলাম। এবার থাকতে চেয়েছিলাম। আমি আর আমার পরিবার এখানেই থাকতে চেয়েছিলাম।'' বলতে বলতেই অঝোরে কাঁদলেন মেসি।
advertisement
1/5
'থাকতে চেয়েছিলাম',  শেষবার বার্সেলোনার সাংবাদিক সম্মেলনে অঝোরে কাঁদলেন মেসি
''আমি সব সময় সততা বজায় রেখেছি। গত বছর ক্লাব ছাড়তে চেয়েছিলাম। কিন্তু এই বছর থাকতে চেয়েছিলাম। আমি ও আমার পরিবার এখানেই থাকতে চেয়েছিলাম। চুক্তি নিয়ে কোনওদিনই ভাবিনি। চুক্তি আমার আর ক্লাবের সম্পর্ককে বিচার করে না।'' কথাগুলো বলতে বলতে অঝোরে কাঁদতে শুরু করে দিলেন লিওনেল মেসি।
advertisement
2/5
বার্সেলোনায় শেষবারের মতো প্রেস কনফারেন্সে এসেছিলেন মেসি। আবেগ ধরে রাখতে পারলেন না। বললেন, ''আমি সমর্থকদের কথা দিচ্ছি। এই ক্লাবে আবার ফিরে আসব। বার্সেলোনাকে বিশ্বের সেরা ক্লাব করে তুলতে আমি কিছু না কিছু করবই। তবে এখন আমাকে বার্সেলোনার বিরুদ্ধে কোনও ক্লাবে খেলতে হবে। জেতাটা আমার অভ্যেস। সেই অভ্যেস ছাড়তে পারব না। আমাকে খেলে যেতে হবে। কিছু করার নেই।''
advertisement
3/5
বার্সার জার্সিতে নিজের সেরা মুহূর্ত বেছে নিতে পারলেন না মেসি। বললেন, এভাবে একটা বিশেষ মুহূর্ত বেছে নেওয়া সম্ভব নয়। আমার সব স্মৃতি এই ক্লাবকে জড়িয়ে। এই ক্লাবের হয়ে আমি আর খেলব না, এটা মেনে নিতেই যেন পারছি না। এই ক্লাবের হয়ে আমার অভিষেকের মুহূর্তটা মনে পড়ছে খুব।
advertisement
4/5
পিএসজজিতে যাচ্ছেন? মেসি বললেন, পিএসজি অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা। গত কয়েকদিনে অনেক ফোন পেয়েছি। তবে এখনও কিছুই পাকা হয়নি। অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে।
advertisement
5/5
কয়েকশো সমর্থক তখন এলএমটেন লেখা জার্সি গায়ে হাজির। মেসির সঙ্গে তাঁরাও কাঁদছেন অঝোরে। মেসি বলে গেলেন, ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। বার্সেলোনা আবার দারুন দল গড়বে। আমি না থাকলে কিছু হবে না। তবে বার্সেলোনা আমার হৃদয়ে থাকবে চিরকাল।
বাংলা খবর/ছবি/খেলা/
Messi in tears at farewell Barcelona Press Conference: 'থাকতে চেয়েছিলাম', শেষবার বার্সেলোনার সাংবাদিক সম্মেলনে অঝোরে কাঁদলেন মেসি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল